Advertisement
Advertisement
Laxmi Puja

লক্ষ্মীপুজোর সকালে আগুন বাজার, ধনদেবীর নৈবেদ্য জোগাতে নাভিশ্বাস আমবাঙালির

আকাশ ছোঁয়া দাম ফুলেরও।

Prices of vegetables have gone up in Laxmi Puja | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 30, 2020 1:40 pm
  • Updated:October 30, 2020 4:36 pm  

স্টাফ রিপোর্টার: ‘বাণিজ্যে বসতি লক্ষ্মী’ কথাটা লকডাউনের (Lockdown) বাজারে বড়ই বেমানান। কারণ এবার লক্ষ্মীর ঘরে কার্যত শনি। কারও কমেছে মাইনে তো কারও গিয়েছে চাকরি। কারও বন্ধ হয়েছে ব্যবসা। ফলে সকলেরই ভাঁড়ার প্রায় শূন্য। এই পরিস্থিতিতে লক্ষ্মীপুজোর (Laxmi Puja) বাজার করতে বেরিয়ে জিনিসপত্রের দামে মাথায় হাত আম গৃহস্তের। কাঁচা সবজি থেকে ফল, ফুল সব কিছুরই দাম আকাশছোঁয়া।

লক্ষ্মীপুজোর বাজারদর সাধারণ দিনের তুলনায় প্রত্যেক বারই একটু বেশি চড়া থাকে। তবে এ বার যেন তা
বেড়ে গিয়েছে কয়েকগুণ। পটল বিকোচ্ছে ৫০ টাকা কিলোয়, বেগুন ৬০ টাকা, আলু ৩৫, ঢেঁড়স ৮০ টাকা কিলো, কুমড়ো ৩০ টাকা, ঝিঙে ৬০ টাকা কিলো, কাঁচালঙ্কা ১২০ টাকা কিলো, ফুল কপি ৪০-৪৫ টাকা প্রতি পিস, বাঁধাকপি ৫০ টাকা কিলো, মুলো ৮০ টাকা কিলো, গাজর ১০০ টাকা কিলো, বিনস্ ২০০ টাকা কিলো।

Advertisement

market

[আরও পড়ুন: উচ্চতা কমেছে প্রতিমার, বন্ধ মেলা, করোনার কোপে জৌলুষহীন লক্ষ্মীপুজো কাটোয়ায়]

এ তো গেল সবজির বাজার দর। ফল যেন আরও ছেঁকা দিচ্ছে। আপেল ৮০ টাকা কিলো, পানিফল ৮০ টাকা কিলো, ন্যাসপাতি ১০০ টাকা কিলো, পেয়ারা ৮০ টাকা কিলো, মুসম্বি ২০ টাকা প্রতি পিস, বেদানা ১৮০ টাকা কিলো, আঙুর ৩০০ টাকা কিলো, খেজুর ১২০ টাকা কিলো, সিঙ্গাপুরী কলা ১২ পিস ৫০ টাকা, মর্তমান কলা ১২ পিস ৬০ টাকা। দাম বেড়েছে ডাব-নারকেলেরও। একটু বড় সাইজের নারকেল বিকোচ্ছে ৪০ থেকে ৫০ টাকা প্রতি পিস হিসেবে। মিলছে না ভাল গুড়। সবজি ফলের মতোই চড়া ফুলের বাজার। সামান্য ধানের শিস কিনতে লাগছে ২০ টাকা। ফলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এবার বেশ বেগ পেতে হচ্ছে রাজ্যবাসীকে। তবু সব বাঙালির ঘরেই আজ উচ্চারিত হবে, ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে…’।

[আরও পড়ুন: ভোর ও রাতে নামছে তাপমাত্রার পারদ, কবে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? জানাল হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement