Advertisement
Advertisement
Bhai Phonta 2021

দাম যন্ত্রণায় তেতো ভাইফোঁটার মিষ্টিপাতও, সবজি ও মাংসের বাজারে হোঁচট খাচ্ছে বাঙালি

বোনের মঙ্গলকামনায় যম দূরে পালাচ্ছে বটে, কিন্তু দামের দম তাতে বিন্দুমাত্র ফুরোচ্ছে না।

Price of sweets, meat and vegetables are high for Bhai Phonta 2021 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2021 8:40 am
  • Updated:January 21, 2022 12:04 am  

স্টাফ রিপোর্টার: সেঞ্চুরি হাঁকানো পেট্রল। দয়া-দাক্ষিণ্যে ডিজেলের দাম একটু কমে নড়বড়ে নব্বইয়ে। মিষ্টি যেন ডায়াবেটিসের ট্যাবলেট। দামে বেশি, সাইজে ছোট্ট। মৎস্যকন্যারাও যেন নিজেদের দাম শুনে জল থেকে উঠতে লজ্জা পাচ্ছে। আর বাস্তবিকই খাসির দোকানের লাইনের অবস্থা যেন ছাগলের তৃতীয় সন্তানের মতোই। বাজারের দাম-যন্ত্রণায় অতি সুখাদ্যও আমজনতা খাচ্ছে কিন্তু গিলছে না!

 

Advertisement

এমন চাঁদিফাটা অবস্থার মধ্যেই আজ অর্থাৎ শনিবার ভাইফোঁটা (Bhai Phonta 2021)। দিদি-বোনের মঙ্গলকামনায় যম দূরে পালাচ্ছে বটে, কিন্তু দামের দম তাতে বিন্দুমাত্র ফুরোচ্ছে না। উলটে বাজারের ব্যাগে যেন সূচকের পতন। ক্রমশ ফাঁকা হচ্ছে পকেট, অথচ ব্যাগ ওপচানো তো দূরের কথা, অর্ধেক ভরতিও যে স্বপ্নের মতোই, সেই কবেকার কথা।

তবু বাঙালির অন্যতম প্রাণের উৎসব জাগ্রত দ্বারে। তার জন্য চেনা দৃশ্য শহর ঘুরলেই শুক্রবার চোখে পড়ছে। সেরা মিষ্টি, খাজা বেছে নিতে মিষ্টির দোকানের সামনে লাইন পড়েছে। শাড়ি থেকে জামাকাপড়ের দোকানেও জমাট লোকজন, উপহার ও ফিরতি উপহারের জন্য কেনাকাটা চলেছে।

[আরও পড়ুন: কালীপুজোর রাতে কলকাতায় ফের আক্রান্ত বৃদ্ধা, বেঁধে রেখে লুটপাটের পর মারধর দুষ্কৃতীদের]

এবার আবার ভাইফোঁটার আনন্দ বেড়েছে অনেকটাই। এমনিতেই সরকারি ছুটি চলছে বৃহস্পতিবার থেকেই। টানা ছুটি না পেলেও বেসরকারি চাকরিতে শুক্রবার ক্যাজুয়াল লিভ নিতে পারলেই একেবারে ফের সোমবার। শনি-রবি ছুটি থাকায় তাই দূরের ভাই-বোনেরাও হাজির। গত কয়েক বছরের লকডাউন আর করোনার (Coronavirus) দাপটে আদর-আবদার তেমনভাবে ডানা মেলতে পারেনি। এবার তাই ভাইফোঁটায় বাড়তি আনন্দ বাড়িতে বাড়িতে।

 

পুরনো শহরে পুজোর টানা ছুটি শেষ করে ফের প্রবাসী হওয়ার আগে এটাই শেষ উৎসব। তাই ট্র‌্যাডিশন মেনে মিষ্টিমুখের পাতে হাজির থাকছে ভাইফোঁটা সন্দেশ, জাম্বো রাজভোগ, জলভরা তালশাঁস। সঙ্গে ফিউশন মিষ্টিও বাজারে হাজির। আবহাওয়াও একেবারে পুরোপুরি সঙ্গ দিচ্ছে এবার। হালকা হালকা শীত পড়েছে। রোজই একটু একটু করে তাপমাত্রা কমছে। উত্তরে হাওয়ার ইঙ্গিতও মিলছে শুকনো আবহাওয়ায়। তাই জমিয়ে চর্ব্যচোষ্য খানার আয়োজন যেমন হচ্ছে বাড়িতে, তেমনই রেস্তরাঁগুলিতেও প্রায় সব টেবিলই ‘বুকড’। সিনেমা-নাটক দেখার জন্য অগ্রিম টিকিটও কাটতে হচ্ছে আবদার মেটাতে। ঘুরতে যাওয়ার বায়না তো আছেই। করোনা-উত্তর যুগে এবারই তাই পুরোদমে ভাইফোঁটার আয়োজন হচ্ছে। উৎসাহ তাই একটু বেশিই। দামের উষ্ণতায় বাজার আগুন হলেও যার যেমন সামর্থ্য সেই অনুযায়ীই আয়োজন চলছে জোরকদমে।

 

[আরও পড়ুন: আঁধার জীবনে আলোর ঠিকানা, দীপাবলির দিনে ২২ জনের চোখে ফিরল দৃষ্টি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement