সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের হেঁশেলে সাময়িক স্বস্তি। ছ’মাসে প্রথম দাম কমল ভরতুকিহীন এলপিজি সিলিন্ডারের। রবিবার থেকেই কার্যকর হল নয়া দাম। দেশের চারটি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় কমল দাম। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে কলকাতায়। ৫৬ টাকা ৫০ পয়সা দাম কমল কলকাতায়। ৮৯৬ টাকা থেকে সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ৮৩৯ টাকা ৫০ পয়সা। এদিনই ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে তরতুকিহীন সিলিন্ডারের নতুন দামের কথা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে ১৯ টাকা দাম বেড়েছিল ভরতুকিহীন সিলিন্ডারের। সেই সময় ৭২৫ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হচ্ছিল গ্যাস। ৩১ দিনের মাথায় চলতি আবারও ২১টাকা ৫০ পয়সা বাড়ে রান্নার গ্যাসের দাম। তারপর মাসের ১২ তারিখ এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ে ভরতুকিহীন সিলিন্ডারের দাম। কলকাতায় ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম তখন দাঁড়ায় ৮৯৬ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম বাড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। কংগ্রেস-সহ বিরোধীরা কেন্দ্রের কড়া সমালোচনা করে। উত্তরপ্রদেশ বিধানসভায় তো কংগ্রেস বিধায়করা সিলিন্ডার বয়ে নিয়ে যান প্রতিবাদ দেখাতে।
ঘরে-বাইরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে চাপে রয়েছে কেন্দ্র। এই অবস্থায় মধ্যবিত্তকে সাময়িক স্বস্তি দিল ভরতুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম কমায়। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভরতুকির পরিমাণও। কেন্দ্রীয় সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেয়। ভরতুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। ভরতুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভরতুকি পান না গ্রাহকেরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.