Advertisement
Advertisement

Breaking News

Goutam Pal

ওএমআর শিট দুর্নীতি মামলা: প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

গৌতম পালের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের।

President of primary board Goutam Pal summoned at Nizam Palace । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 18, 2023 3:52 pm
  • Updated:October 18, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওএমআর শিট দুর্নীতি মামলায় এবার নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যা ৬টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।   

ওএমআর শিট দুর্নীতি মামলায় চতুর্থীতে হাই কোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই রিপোর্টে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওএমআর শিটের ডিজিটাইজ ডেটার বদলে পর্ষদের তরফে প্রিন্ট করে কপি দেওয়া হয়েছে। হাই কোর্টের দাবি, সিবিআই রিপোর্টে স্পষ্ট যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিতে পুরোপুরি যুক্ত। দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে ওএমআর শিটের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও দাবি হাই কোর্টের।

Advertisement

[আরও পড়ুন: উৎসবের মরশুমে সুখবর সরকারি কর্মীদের, ৪ শতাংশ DA বৃদ্ধিতে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার!]

আর এই রিপোর্টের পর হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এই সংক্রান্ত আরও তথ্যের খোঁজে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে কারণে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ বিচারপতির। ডেপুটি সেক্রেটারিকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা তদন্তে সহযোগিতা না করেন, তবে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

[আরও পড়ুন: পুজোর মুখে বাড়িতে ঢুকে ‘খুন’ মহিলাকে! লুটপাটে বাধা দেওয়ার শাস্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement