সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে আজ আন্তর্জাতিক নারী দিবস। অর্ধেক আকাশদের দিন। নারী দিবসে প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
টুইটে সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। তিনি লেখেন, “আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সে বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যেকোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ।”
Today, I wish to urge each of you to commit yourself to one change, in your family, neighbourhood or workplace – any change that would bring a smile on a girl’s face, any change that would improve her chances of moving ahead in life. That is one request straight from the heart. pic.twitter.com/mlWyY99fPZ
— President of India (@rashtrapatibhvn) March 8, 2023
নারী শক্তি ফর নিউ ইন্ডিয়া হ্যাশট্যাগ দিয়ে নারী দিবসে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “নারী শক্তির কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাই। ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকাকে গুরুত্ব দিই। আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য আরও কাজ চালিয়ে যাবে।”
On International Women’s Day, a tribute to the achievements of our Nari Shakti. We greatly cherish the role of women in India’s progress. Our Government will keep working to further women empowerment. #NariShaktiForNewIndia pic.twitter.com/giLNjfRgXF
— Narendra Modi (@narendramodi) March 8, 2023
উল্লেখ্য, ১৯০৮ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি মহিলা শ্রমিকদের যথাযোগ্য সম্মানের দাবিতে ধর্মঘট ডাকে। এরপর আমেরিকায় প্রথমবার ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নারীদিবস উদযাপন করা হয়। রাশিয়াতেও ওই দিনেই নারীদিবস উদযাপিত হয়। ১৯১০ সালের মার্চে ডেনমার্ক, অস্ট্রিয়া এবং জার্মানি-সহ নানা দেশে নারীদিবস পালন করা হয়। ১৯১১ সালে জার্মানিতে নারীদের অধিকার ও প্রাপ্য আদায়ের দাবিতে আন্দোলন হয়। ১৭টি দেশের ১০০ জন মহিলাকে নিয়ে কনফারেন্স হয়। তারপর ১৯১৩ সালে ৮ মার্চকে নারীদিবস হিসাবে নির্ধারণ করা হয়। এই দিনটিকে আন্তর্জাতিক নারীদিবস (International Women’s Day) হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.