Advertisement
Advertisement

Breaking News

Presidency jail authority submit hard disc in Calcutta HC in Kuntal Ghosh letter case

সুপ্রিম রায়ের পরই হাই কোর্টে কুন্তলের চিঠি মামলার শুনানি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কুন্তল ঘোষের চিঠি মামলায় নথি জমা দিলেন প্রেসিডেন্সি জেলের সুপার।

Presidency jail authority submit hard disc in Calcutta HC in Kuntal Ghosh letter case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 20, 2023 1:34 pm
  • Updated:April 20, 2023 1:38 pm  

গোবিন্দ রায়: কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশমতো নথিপত্র জমা দিলেন প্রেসিডেন্সি জেলের সুপার। ৩টি হার্ডডিস্ক, সিসিটিভি ফুটেজ এবং জেলের ভিজিটার রেজিষ্টার আদালতে জমা দেন তিনি। সমস্ত নথিপত্র রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ওই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই সর্বোচ্চ আদালতের রায়ের পর ওই মামলার শুনানি হবে বলেই জানান বিচারপতি।

দুই কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে সম্প্রতি আলিপুর আদালত এবং হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলবন্দি কুন্তল ঘোষ। তাঁর দাবি, চাপ দিয়ে তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। দাখিল করা ওই অভিযোগপত্র খতিয়ে দেখতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। ওই মামলার পরিপ্রেক্ষিতে সমস্ত নথিপত্র হাই কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার! স্বাস্থ্য প্রকল্পের আওতায় পঞ্চায়েত কর্মীরাও]

এছাড়া বিচারপতি নির্দেশ দেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত ও পুলিশ। এ বিষয়ে ইডি, সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয় আদালত। তবে সর্বোচ্চ আদালতের রায়ের পর ওই মামলার শুনানি হবে বলেই জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে’, আদালত চত্বরে দাঁড়িয়ে পার্থকে কটাক্ষ কুন্তলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement