Advertisement
Advertisement

কলেজে ভরতিতে তোলাবাজির প্রতিবাদ, শহরে আক্রান্ত যাদবপুর ও প্রেসিডেন্সির পড়ুয়ারা

সুরেন্দ্রনাথ কলেজের সামনে বেধড়ক মারধরের অভিযোগ৷

Presidency, Jadavpur University students attacked in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 27, 2018 5:31 pm
  • Updated:August 27, 2018 5:31 pm

দীপঙ্কর মণ্ডল: কলেজে ভরতিতে দুর্নীতি ও মোদি সরকারের শিক্ষানীতির প্রতিবাদে পথে নামলেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ সোমবার শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের সামনে যখন আন্দোলনকারীরা লিফলেট বিলি করছিলেন, তখন তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ আক্রান্তদের দাবি, কলেজের সামনে তাঁদের লিফলেট বিলি করতে বাধা দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা৷ রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হয় তাঁদের৷

[বাংলাদেশি পাচারকারীদের নিশানায় কলকাতার কিশোরীরা, সতর্ক পুলিশ]

Advertisement

এবছর কলেজে ভরতিতে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে মুখ পুড়েছে সরকারের৷ তোলাবাজিতে নাম জড়িয়েছে শাসকদলের ছাত্রনেতাদেরই৷ পড়ুয়াদের অভিযোগ, কলকাতা ও শহরতলির কলেজগুলিতে ভরতির জন্য টাকা নিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, যে ভরতিতে তোলাবাজি রুখতে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় উত্তর কলকাতার জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএসকে৷ তিনি আবার টিএমসিপির তৎকালীন সভানেত্রী জয়া দত্তের ঘনিষ্ঠ ছিলেন বলেও জানা গিয়েছে৷ শিয়ালদহে এক পড়ুয়ার কাছ থেকে টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন সুরেন্দ্রনাথ কলেজের এক পড়ুয়া৷ শেষ পর্যন্ত দলের ভাবমূর্তি ফেরাতে টিএমসিপি-র রাজ্য সভানেত্রীর পদ থেকে জয়া দত্তকে সরিয়ে দেয় শাসকদলের শীর্ষ নেতৃত্ব৷ খাস কলকাতার পাঁচটি কলেজে সংগঠনের ইউনিটও ভেঙে দেওয়া হয়৷

কলেজে ভরতিতে তোলাবাজি ও মোদি সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে পথে নেমেছেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ তবে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নয়, আন্দোলন করছেন সাধারণ পড়ুয়ারাই৷ আন্দোলনকারীদের বক্তব্য, নিজেদের দাবিদাওয়া নিয়ে কনভেনশন আয়োজন করেছেন তাঁরা৷ সোমবার সকালে শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের সামনে লিফলেট বিলি করা হচ্ছিল৷ যাঁরা লিফলেট বিলি করছিলেন তাঁদের অভিযোগ, কলেজের সামনে লিফলেট বিলি করতে বাধা দেন টিএমসিপির সদস্যরা৷ প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয়৷ ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হন৷ যদিও প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি৷ ঘটনাচক্রে মঙ্গলবারই আবার শাসকদলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস৷

[ ভাইরাল কনের সাজে নগ্ন ছবি, প্রাণনাশের হুমকি শহরের আলোকচিত্রীকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement