Advertisement
Advertisement

Breaking News

Prasanna Roy

আরও বিপাকে প্রসন্ন রায়, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ফের গ্রেপ্তার ‘মিডলম্যান’

২০২২ সালের নভেম্বর মাসে প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন।

Prasanna Roy again arrested by ED

প্রসন্ন রায়। ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 28, 2024 4:25 pm
  • Updated:November 28, 2024 5:35 pm  

অর্ণব আইচ: আরও বিপাকে প্রসন্ন রায়। এবার এসএসসি’র অন্য একটি মামলায় ইডি গ্রেপ্তার করল তাঁকে। মোট ৯৮ টি কোম্পানি থেকে ১৫০ টি অ্যাকাউন্টে তাঁর লেনদেনের হদিশ মিলেছে বলে দাবি ইডির।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন মিডলম্যান প্রসন্ন রায়। পরবর্তীতে এসএসসি মামলাতে তাঁকে গ্রেপ্তার করে ইডি। বৃহস্পতিবার আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই এসএসসি’র অন্য একটি মামলায় প্রসন্ন রায়কে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় ইডি। অনুমতি মিলতেই তাঁকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেই এসএসসি মামলায় প্রসন্ন ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।

Advertisement

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ মিডলম্যান প্রসন্ন রায়। তাঁর গ্রেপ্তারির পর থেকে একের পর এক সম্পত্তির খোঁজ পাওয়া যায়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। এর পর গত ফেব্রুয়ারিতে এসএসসি মামলায় গ্রেপ্তার করে ইডি। এবার ফের এসএসসি’র অন্য মামলায় ইডির জালে প্রসন্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হাওড়ার গাদিয়াড়ার পাশাপাশি সুন্দরবনেও প্রায় ৫০ কোটি টাকার দু’টি হোটেলের মালিক প্রসন্ন। দ্বিতীয় বিয়ের পর স্ত্রী নীলিমাকে বিলাসবহুল দুটি হোটেল উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, সুন্দরবনে পর্যটন ব‌্যবসা পোক্ত করার জন‌্য তিনটি বিলাসবহুল জলযানও কিনেছিলেন। তদন্তকারীদের দাবি, নিয়োগের জন্য নেওয়া ঘুষের টাকায় একের পর এক সম্পত্তি কেনা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement