Advertisement
Advertisement

অফিসটাইমে মেট্রো বিভ্রাট, আতঙ্কের ১৫ মিনিট কাটল সুড়ঙ্গে

লোডশেডিংয়ের জেরে এই বিপত্তি।

power failure hits Kolkata's metro services
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2017 5:31 am
  • Updated:February 23, 2017 5:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : অফিসটাইমে ফের মেট্রো বিভ্রাট। প্রায় ১৫ মিনিট অন্ধকার সুড়ঙ্গে আটকে রইলেন যাত্রীরা। এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সিইএসসির পাওয়ার গ্রিড বসে যাওয়ার কারণেই এই ঘটনা বলে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে।

সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান

Advertisement

বৃহস্পতিবার সকালে আচমকাই অন্ধকারে ডুবে যায় মেট্রো স্টেশনগুলি। একই ছবি দেখা যায় মেট্রোগুলিতেও। সুড়ঙ্গের মধ্যে অফিস টাইমের উপচে পড়া যাত্রী নিয়ে মেট্রোগুলি তখন দাঁড়িয়ে। আতঙ্ক ছড়াতে শুরু করে যাত্রীদের মধ্যে। এসি রেকগুলিতে তখন দমবন্ধ করা পরিস্থিতি। ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ৮ মিনিট পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। ফলে প্রায় ১৫ মিনিট এই অন্ধকারে আটকে থাকতে হয় যাত্রীদের। পরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসায় মেট্রো চলাচল শুরু হলেও পরিষেবা স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগে।

ইসরোর সাফল্য সেলিব্রেট করতে এমনটাই করল পিৎজা হাট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement