Advertisement
Advertisement
Post Poll violence

Post Poll violence: NHRC’র ৯৫১ পাতা রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যকে আরও সময় দিল হাই কোর্ট

অতিরিক্ত হলফনামা পেশের জন্য অতিরিক্ত সময় পেল রাজ্য।

Post Poll Violence case: Calcutta HC accepts West Bengal Govt's plea to extend time to verify NHRC's report | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 28, 2021 1:32 pm
  • Updated:July 28, 2021 1:36 pm  

শুভঙ্কর বসু: ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের আবেদন মেনে NHRC রিপোর্ট খতিয়ে দেখার জন্য আরও সময় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। ৩১ জুলাইয়ের বদলে ২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হল। উচ্চ আদালতের তরফে এটাই রাজ্যকে দেওয়া শেষ সময়সীমা। আগামী ২ তারিখ রাজ্যের তরফে দেওয়া অতিরিক্ত হলফনামা নিয়ে মামলার পরবর্তী শুনানি।

বুধবার কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে NHRC’র রিপোর্ট নিয়ে মামলার শুনানি শুরু হয়। জাতীয় মানবাধিকর কমিশনের তরফে আইনজীবী সুবীর স্যান্যাল জানান, তাঁরা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরও ভোট পরবর্তী অশান্তি (Post Poll Violence) নিয়ে একাধিক অভিযোগ এসেছে। তাই সাপ্লিমেন্টারি রিপোর্ট আদালতে পেশ করতে চান। আরেক আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ তোলেন, রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়ার কথা ছিল। কিন্তু তা নেওয়া হয়নি। SIT কী কাজ করেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন টিবরেওয়াল। এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের ৯৫১ পাতার রিপোর্ট এক কম সময়ের মধ্যে ভালভাবে খতিয়ে দেখা সম্ভব নয়। সব খুঁটিনাটি দেখার জন্য আরও সময় দরকার। প্রথমে ৫ বিচারপতির বেঞ্চ এই আবেদন খারিজ করে দিলেও সওয়াল-জবাবে এগোতে থাকলে বিচারপতিরা সময় দেন। ২ আগস্টের মধ্যে রাজ্যকে অতিরিক্ত হলফনামা পেশ করতে হবে। এর বেশি সময় দেওয়া যাবে না বলেও জানিয়ে দেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: গর্ভাবস্থায় স্তন ক্যানসারের থাবা, জটিল অস্ত্রোপচারে তরুণীকে নয়া জীবন দিল Medical]

এর আগে উচ্চ আদালতের নির্দেশ মেনে ২৬ জুলাই জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল। তা ৯৫১ পাতার। তা খতিয়ে দেখে রাজ্যকে ৩১ জুলাইয়ের মধ্যে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৫ বিচারপতির বেঞ্চ। সেই সময়টাই বাড়ানোর আবেদন জানায় রাজ্য। এদিনের শুনানিতে ভোটের পর নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ডিএনএ (DNA) রিপোর্ট নিয়ে খোঁজখবর নিয়েছে ৫ বিচারপতির বেঞ্চ।

[আরও পড়ুন: রাজনীতিতে নারীশক্তি নিয়ে ‘জাগো বাংলা’য় Post Edit অনিল বিশ্বাসের কন্যার! শুরু চর্চা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement