Advertisement
Advertisement

Breaking News

Post Poll Violence

রাজ্য থেকে এখনই সরছে না বাহিনী, ভোট পরবর্তী অশান্তির অভিযোগে নির্দেশ হাই কোর্টের

এর আগে ২১ জুন অর্থাৎ শুক্রবার পর্যন্ত বাহিনী থাকার মেয়াদ বেঁধে দিয়েছিল হাই কোর্ট। কিন্তু ভোট পরবর্তী অশান্তি নিয়ে কম সময়ের মধ্য়ে বহু অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনীর রাখার সময়সীমা বাড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

Post Poll Violence: Calcutta HC extends time for central forces to stay in West Bengal

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 21, 2024 4:34 pm
  • Updated:June 21, 2024 5:40 pm  

গোবিন্দ রায়: ভোট পরবর্তী অশান্তি নিয়ে একের পর এক অভিযোগ। তার পরিসংখ্যান দেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন পর্যন্ত বাহিনী রাখা হবে। এমনই নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এর আগে ২১ জুন অর্থাৎ শুক্রবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখার কথা বলা হয়েছিল। সেই সময়সীমা আরও বাড়ানো হল।

শুক্রবার হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ভোট পরবর্তী অশান্তি (Post poll violence) মামলা নিয়ে শুনানি ছিল। দিন দুই আগেই রাজ্য পুলিশের তরফে অভিযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী, রাজ্যে ১৮ জুন পর্যন্ত ইমেলের মাধ্যমে সাড়ে আটশোর বেশি অভিযোগ মিলেছে। ২০৪টি আদালত-গ্রাহ্য অভিযোগ। তাতে FIR দায়ের হয়েছে এবং যার তদন্ত হওয়া প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ, ভাগ করলে প্রতি জেলা অনুযায়ী ১০টি আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগে এসেছে। কেন্দ্রীয় বাহিনী (Central Force) রাখা নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তাদের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী বাহিনী মোতায়েন রাখা যেতে পারে। তাতে কোনও আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রকের।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটে ভরাডুবি, সেলিমের প্রার্থী হওয়া নিয়ে দুভাগ সিপিএম]

বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এদিন বলে, আমার মনে করি, যেখান থেকে অভিযোগ আসছে। সেখানে পুলিশকে আরও সক্রিয় থাকতে হবে। আমরা চাই, সবাই নিরাপদে বাড়ি ফিরুক। সবটা মঙ্গলবারের মধ্যে করতে হবে। ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ, ভোট পরবর্তী অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে। আর তার ভিত্তিতেই বাস্তব চিত্র জানতে চান বিচারপতি।

[আরও পড়ুন: ঘুমোতে গেলেন পুরুষ, জেগে উঠলেন নারী হয়ে! আশ্চর্য যৌন কেলেঙ্কারি যোগীরাজ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement