ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দু’শতকের ইতিহাস ভেঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে (Presidency University) সরস্বতী পুজো হবে! অন্তত জনমত এমনটাই বলছে। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের তরফে আয়োজিত ভোটাভুটিতে সরস্বতী আরাধনার পক্ষেই পাল্লা ভারী। কর্তৃপক্ষের অনুমতি না মিললেও ‘ডিরোজিয়ান পন্থী’ ভাবধারায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে ‘অরাজনৈতকভাবে’ বাগদেবীর আরাধনা করবে তৃণমূল ছাত্র পরিষেদ।
টুইটারের ভোটাভুটি অনুযায়ী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে সরস্বতীর (Saraswati Puja) আরাধনার পক্ষে ভোট পড়েছে ৮৯.৩ শতাংশ। উলটো দিকে ভোট পড়েছে মোটে ১০.৭ শতাংশ। সবমিলিয়ে অবশ্য ৭৫ জন ভোটে অংশ নিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্সির তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সাধারণ সম্পাদক অরিত্র মণ্ডল জানান, “আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই পুজো করুক। অনুমতি তো পাইনি, তাই গেটের বাইরে অরাজনৈতিকভাবে পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। ভোটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। তাঁরা চাইছে পুজো হোক। বাইরে থেকেও অনেকে সমর্থন করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ।”
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাগদেবীর আরাধনা হবে।
— Aritra Mondal (@Aritra_AITC) January 22, 2023
আগামী ২৬ জানুয়ারি সরস্বতী পুজো (Saraswati Puja)। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দু’শতকের ইতিহাস বদলে এবার ক্যাম্পাসে সরস্বতী পুজো করতে চায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, পুজোর অনুমতি চেয়ে একাধিকবার চিঠি, ইমেল করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতিকে। কিন্তু প্রতিবারই চিঠিতে ‘কনটেন্ট নট ভেরিফায়েড’ বলে পুজোর আবেদন খারিজ করে দিয়েছেন তিনি। যুক্তি হিসেবে জানানো হয়েছে, প্রেসিডেন্সি ডিরোজিয়ান পন্থায় বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান। তাই সেখানে কোনও পুজোর অনুমতি দেওয়া সম্ভব নয়। কর্তৃপক্ষের এই যুক্তির পর রবিবার থেকেই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের একটা বড় অংশের মত ছিল, অনুমতি না পেলে গেটের কাছেই পুজো করবেন তাঁরা।
তবে এবার টিএমসিপির তরফে সিদ্ধান্ত নেওয়া হল যে বিষয়টির নিষ্পত্তি করতে জনমত (Polls) নেওয়া হোক। রবিবার রাতে টুইট (Tweet) করে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্সির তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট প্রেসিডেন্ট অরিত্র মণ্ডল। ছাত্রছাত্রীদের অধিকাংশের মতামত নিয়ে তবেই সরস্বতী পুজোর সিদ্ধান্ত নেবে টিএমসিপি। ভোটাভুটির পর দেখা যায় পুজোর পক্ষেই অধিকাংশ ভোট পড়ে।
তবে প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরেই মতপার্থক্য রয়েছে। এমনই অভিযোগ করেছে প্রেসিডেন্সির বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব। রবিবারই টিএমসিপির আরেক সদস্য সুপ্রিয় চন্দ টুইট করেছিলেন। তা নিয়ে জটিলতা আরও বাড়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.