02.45৷ আগামী ২৭ মে, রেড রোডে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
02.45৷ বিধাননগর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী সুজিত বসু।
02.43৷ রাজারহাট-নিউটাউন কেন্দ্রে রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত জয়ী।
02.31৷ রাজারহাট-গোপালপুর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী পূর্ণেন্দু বসু।
2.15৷ পরাজয় মেনে নিয়েও মানুষের পাশে থাকার আশ্বাস সূর্যকান্ত মিশ্রের।
2.11৷ সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত মিশ্র।
2.11৷ মানিকতলায় ২৫,৩৩৬ ভোটে জিতলেন সাধন পাণ্ডে।
1.51৷ ভবানীপুরে ২৫,৩০১ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
1.51৷ জোড়াসাঁকো কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী স্মিতা বক্সী।
1.51৷ কসবায় বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খান।
1.37৷ বারাসতে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী।
1.35৷ কামারহাটিতে হেরে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র।
‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷
1.28৷ বেহালা (পশ্চিম) কেন্দ্রে জয়ী পার্থ চট্টোপাধ্যায়।
1:20৷ দমদম কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু।
1:19৷ বালিগঞ্জে জয়ী সুব্রত মুখোপাধ্যায়।
1:17৷ উত্তরপাড়ায় জয়ী তৃণমূল প্রার্থী প্রবীর ঘোষাল।
1:16৷ নোয়াপাড়ায় জয়ী কংগ্রেস প্রার্থী মধুসূদন ঘোষ।
1:013৷ ভাটপাড়ায় জয়ী অর্জুন সিং।
1:011৷ দমদম উত্তরে হারলেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। জয়ী বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
1:03৷ কলকাতা বন্দরে ২৬,৫৪৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
1:03৷ খড়দহে জয়ী তৃণমূল প্রার্থী অমিত মিত্র।
1:02৷ রাসবিহারী কেন্দ্রে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়।
1:00৷ ১৩ রাউন্ড শেষে মমতা বন্দোপাধ্যায় ১৭,১৯২ ভোটে এগিয়ে।
12:55৷ শিবপুরে ২৭ হাজার ১৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জটু লাহিড়ী।
‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷
12:47৷ এন্টালিতে প্রায় ২৮ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা।
12:43৷ বালিতে ১৫,৫০২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বৈশালী ডালমিয়া।
12:35৷ বেলেঘাটায় ২৬,১৮৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী পরেশ পাল।
12:31৷ হাওড়ায় (মধ্য) বিজয়ী তৃণমূল প্রার্থী অরূপ রায়।
12:31৷ হাওড়ায় (উত্তর) বিজয়ী তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা।
12:23৷ বাম-কংগ্রেস জোট ‘পলিটিকাল ব্লান্ডার’: মমতা বন্দোপাধ্যায়।
12:18৷ কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হবে বিজয় উৎসবে।
12:14৷ আগামিকাল নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক। কালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি।
12:13৷ ২৭ মে, শুক্রবার শপথগ্রহণ: মমতা।
12:12৷ আগামিকাল থেকে ৩০ মে পর্যন্ত চলবে বিজয় উৎসব, খবর তৃণমূল সূত্রে।
12:09৷ ২০১১ এ জোটে লড়ে ১৮৪টি আসন পেয়েছিলাম। এবার আমরা এককভাবে লড়াই করেছি। বিরোধীরা আমাদের বিরুদ্ধে একজোট হয়েছে: মমতা।
12:07৷ যাদবপুরে জয়ী সুজন চক্রবর্তী।
12:06৷ আমরা সমস্ত বিরোধী শক্তির বিরুদ্ধে এককভাবে নির্বাচনে লড়াই করেছি: মমতা।
12:05৷ এবারের ভোটে নজিরবিহীন সন্ত্রাস হয়েছে, অভিযোগ মমতার।
11:59৷ নবম রাউন্ডের শেষে ১৩,২২৬ ভোটে এগিয়ে মমতা বন্দোপাধ্যায়।
11:55৷ রাজনীতিতে লক্ষণরেখা অতিক্রম করা উচিত নয়: মমতা।
11:52৷ সাংবাদিক বৈঠক করে বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন মমতা।
11:50৷ বারুইপুরে (পশ্চিম) জয়ী তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায়।
11:48৷ কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে জয়ী মালা সাহা।
11:42৷ কালীঘাটে মুকুল রায়, দেব ও ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে ‘ভিকট্রি’ দেখালেন মমতা।
11:31৷ জয়ের আগাম শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দোপাধ্যায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিতাভ বচ্চন, অরুণ জেটলি। প্রত্যেকে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন তৃণমূলনেত্রীর।
Unnayaner Joraphool, Bangla Jure Shudhu Trinamool#AITCWinning #BengalPolls pic.twitter.com/4nuejhEqwX
— AITC (@AITCofficial) 19 May 2016
(ভিডিও সৌজন্যে তৃণমূল কংগ্রেস)
11:25৷ ডোমজুড়ে জয়ী রাজীব বন্দোপাধ্যায়।
11:20৷ নয়না বন্দোপাধ্যায় জিতলেন ১৩,২১৬ ভোটে।
11:17৷ ৬ রাউন্ড শেষে মমতা বন্দোপাধ্যায় ১১,৪৯৪ ভোটে এগিয়ে।
11:13৷ ফিরহাদ হাকিম পেলেন ৪০৮২০ ভোট।
11:12৷ শশী পাঁজা ১৩,১৬০ ভোটে জয়ী।
11:10৷ জোটের কান্ডারী চৌরঙ্গির কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র পরাজিত।
11:09৷ প্রধান বিরোধী দল হওয়ার পথে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস ভবনে দেখা নেই সমর্থকদের।
11:02৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গণনার ফলপ্রকাশের জন্য অপেক্ষা করতে বললেন আলিমুদ্দিনে।
11:02৷ চতুর্থ রাউন্ডের গণনার শেষে ৩১৪৭ ভোটে এগিয়ে বৈশালী ডালমিয়া।
11:01৷ ১০৯৬৬ ভোটে এগিয়ে লক্ষ্মীরতন শুক্লা।
11:01৷ জয়ী তৃণমূল প্রার্থী শশী পাঁজা।
10:52৷ ৭০১৮ ভোটে এগিয়ে মমতা বন্দোপাধ্যায়।
10:45৷ জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী রাহুল সিনহা এগিয়ে গেলেন ৬০০৪ ভোটে।
10:34৷ ৪২৬৮ হাজার ভোটে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়।
‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷
10:31৷ কালীঘাটে তৃণমূল সমর্থকরা সবুজ আবির খেলা শুরু করলেন।
10:22৷ চতুর্থ রাউন্ডে এগিয়ে শোভন চট্টোপাধ্যায়।
10:10৷ ১০১২ ভোটে পিছিয়ে মদন মিত্র।
10:02৷ এখনও পর্যন্ত কলকাতায় ১০টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ১টি আসনে এগিয়ে বিজেপি।
10:01৷ সাতগাছিয়ায় এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সোনালী গুহ।
10:00৷ ২৩৯৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
09:55৷ বারুইপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায়।
09:53৷ শিবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জটু লাহিড়ী।
09:52৷ বিধাননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু।
09:49৷ দমদম(উত্তর) কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য।
09:44৷ বেহালায় (পশ্চিম) এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়।
‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷
09:41৷ জোড়াসাঁকো কেন্দ্রে রাহুল সিনহা ৩৮৫৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাহুল সিনহা।
09:30৷ ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৪৯৯ ভোটে এগিয়ে।
09:29৷ দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী অরূপ রায় হাওড়া মধ্যে কেন্দ্রে ১০৪৮০ ভোটে এগিয়ে।
09:28৷ দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তৃণমূলের ব্রাত্য বসু দমদম কেন্দ্রে এগিয়ে ২১০০ ভোটে।
09:27৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা শুরু হল প্রায় দেড় ঘণ্টা পরে।
09:25৷ দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী অরূপ রায় হাওড়া মধ্যে কেন্দ্রে ১০৪৮০ ভোটে এগিয়ে।
09:20৷ সাতগাছিয়ায় পিছিয়ে সোনালী গুহ৷
09:15৷ গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গেলেন হাওড়ার (উত্তর) বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়৷
09:07৷ কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে মালা সাহা৷
09:06৷ বেহালায় (পূর্ব) এগিয়ে শোভন চট্টোপাধ্যায়৷
09:05৷ রাসবিহারী কেন্দ্রে এগিয়ে আশুতোষ চট্টোপাধ্যায়৷
09:04৷ কলকাতা বন্দরে এগিয়ে ১১,৮৫৪ ফিরহাদ হাকিম৷
08:58৷ রাজারহাটে এগিয়ে সব্যসাচী দত্ত৷
08:57৷ বারাকপুরে এগিয়ে শীলভদ্র দত্ত৷
08:55৷ দমদম কেন্দ্রে এগিয়ে ব্রাত্য বসু৷
‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷
08:51৷ ভাটপাড়ায় এগিয়ে অর্জুন সিং৷
08:50৷ রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়৷
08:49৷ কামারহাটিতে এগিয়ে মদন মিত্র৷
08:47৷ কসবায় এগিয়ে জাভেদ খান৷
08:45৷ উত্তপাড়ায় এগিয়ে প্রবীর ঘোষাল৷
08:42৷ বেলেঘাটায় এগিয়ে পরেশ পাল৷
08:39৷ হাওড়া(মধ্য) এগিয়ে অরূপ রায়৷
08:37৷ শ্যামপুকুরে এগিয়ে শশী পাঁজা৷
08:35৷ বিধাননগর কেন্দ্রে এগিয়ে সুজিত বসু, পিছিয়ে জোটপ্রার্থী অরুণাভ ঘোষ৷
08:34৷ যাদবপুর কেন্দ্রে এগিয়ে সুজন চক্রবর্তী, পিছিয়ে মণীশ গুপ্ত৷
08:32৷ এন্টালি কেন্দ্রে এগিয়ে স্বর্ণকমল সাহা৷
‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷
08:29৷ মানিকতলা কেন্দ্রে এগিয়ে সাধন পাণ্ডে৷
08:28৷ জোড়াসাঁকো কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী রাহুল সিনহা৷
08:27৷ চৌরঙ্গী কেন্দ্রে ২০০ ভোটে এগিয়ে নয়না বন্দোপাধ্যায়৷
08:26৷ হাওড়া(উত্তর) কেন্দ্রে ১২০০ এগিয়ে লক্ষ্মীরতন শুক্লা, পিছিয়ে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়৷
08:26৷ বালি কেন্দ্রে পিছিয়ে বাম প্রার্থী অঞ্জন বেরা।
08:29৷খড়দহে এগিয়ে তৃণমূল প্রার্থী অমিত মিত্র।
08:13৷ বালি কেন্দ্রে ৭০০ ভোটে এগিয়ে বৈশালী ডালমিয়া৷
08:09৷ বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়৷
08:01৷ গণনার সময় কোনও অভিযোগ এলে নতুন করে শুরু হবে গণনা৷
08:01৷ কলকাতায় ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ত্রিস্তরীয় নিরাপত্তায় শুরু ভোটগণনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.