Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari-Kunal Ghosh

বেহালা দুর্ঘটনায় শিশুমৃত্যুতেও রাজনৈতিক তরজা, CP-র পদত্যাগ দাবি শুভেন্দুর, পালটা কুণালের

সাতসকালে স্কুল যাওয়ার পথে বেহালায় লরির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রের।

Political arguement starts between Kunal Ghosh and Suvendu Adhikari on Child's death at Behala | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 4, 2023 7:51 pm
  • Updated:August 4, 2023 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেহালায় পথ দুর্ঘটনায় (Behala Accident) দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু নিয়েও তরজায় জড়াল বিজেপি, তৃণমূল। শুক্রবার সকালে বাবার সঙ্গে স্কুল যাওয়ার পথে জেমস লং সরণিতে লরির ধাক্কায় মৃত্যু হয় সৌরনীল সরকারের। তার বাবা আহত অবস্থায় ভরতি হাসপাতালে। বেপরোয়া লরির ধাক্কায় ছোট্ট সৌরনীলের এহেন মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুর চলে। এই দুর্ঘটনা ও বিশৃঙ্খল পরিস্থিতির জন্য পুলিশ কমিশনারকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কমিশনারের পদত্যাগের দাবি করেছেন শুভেন্দু। পালটা তাঁর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর কথা উল্লেখ করে বিরোধী দলনেতাকে বিঁধেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

শুক্রবার দুপুরে বিজেপির (BJP) সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই বেহালা দুর্ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি। বিরোধী দলনেতার কথায়, ”সকালে এই খবর দেখে আমাদের চোখের জল ছাড়া আর কিছু নেই। এমন ফুটফুটে একটা ৭ বছরের শিশুকে যেভাবে লরি পিষে দিয়ে গেল, তা পুলিশমন্ত্রীর অপদার্থতা। আর কমিশনার বিনীত গোয়েলের তো উচিত গলায় গামছা দিয়ে পদত্যাগ করা। আজ সকালবেলা উঠে যে এমন ভয়ংকর ঘটনার মুখোমুখি হতে হবে, এ কল্পনার বাইরে।”

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল সুপ্রিম কোর্ট]

বিরোধী দলনেতার এহেন বক্তব্য নিয়ে নন্দীগ্রাম (Nandigram) থেকে সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি স্পষ্ট বলেন, ”যে কোনও দুর্ঘটনা, যে কোনও মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। কিন্তু শুভেন্দু এনিয়ে কী বলছেন? কেনই বা বলছেন? ওঁর কনভয়ের ধাক্কায় তো এক যুবককে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। সে তো কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, রাজ্য পুলিশের নয়। এতদিন পরও ওই যুবকের বাড়ি গিয়ে একবারও সমবেদনা জানানোর সময় হয়নি ওঁর। আসানসোলে কম্বল বিলির নামে ছোট জায়গায় অনেক লোক ডেকে জড়ো করেছিল। পদপিষ্ট হয়ে মৃত্যুও হয়। এসব ঘটনায় দায় এড়িয়ে এখন এই দুর্ঘটনার সমালোচনা করছে?” এদিন সন্ধেবেলা মৃত সৌরনীলের বাড়িতে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান।

[আরও পড়ুন: Modi Surname Case: মোদি পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement