Advertisement
Advertisement
Jadavpur

ছাত্রমৃত্যুর পুনর্নিমাণে যাদবপুরে পুলিশ-ফরেনসিক, হস্টেলের বারান্দা থেকে ফেলা হল ‘ডামি পুতুল’

৯ আগস্ট ওই বারান্দা থেকে পড়েই মৃত্যু হয় যাদবপুরের ছাত্রের।

Police visits Jadavpur University for recreate incident of student death | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2023 2:25 pm
  • Updated:August 21, 2023 2:58 pm  

অর্ণব আইচ: ছাত্রমৃত্যুর পুনর্নিমাণ করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ-ফরেনসিক বিশেষজ্ঞরা। এদিন মৃতছাত্রের সমান ওজনের একটি পুতুল নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। সঙ্গে ছিলেন প্রত্যক্ষদর্শীরাও।

ঠিক কী ঘটেছিল ৯ আগস্ট রাতে? কীভাবে হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়েছিল প্রথম বর্ষের ওই ছাত্র। তা এখনও রহস্য। ধৃতদের জেরা করেও  রহস্যভেদ করতে পারছেন না তদন্তকারীরা। কারণ, পুলিশি জেরায় ধৃতদের বয়ান বদলাচ্ছে বারবার। তবে মোটের উপর ব়্যাগিংয়ের বিষয়ে নিশ্চিত পুলিশ। তবে ঠিক কী ঘটেছিল সেই রাতে। কীভাবে পড়ে গেল ছাত্র। তা জানতে একটি ডামি পুতুল তৈরি করা হয়েছে। যার ওজন মৃত ছাত্রের সমান। একটি পা সামান্য মোড়ানো। যাদবপুর থানা থেকে পুতুলটি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে যান সাইন্টিফিক বিভাগ ও ফরেনসিক বিভাগের আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: শারীরিক ও মানসিক হেনস্তা অধ্যাপকের! প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বিশ্বভারতীর ৬ ছাত্রী]

এদিন হস্টেলের বারান্দা থেকে ডামি পুতুলটি ফেলে দেখেন তদন্তকারীরা। দেখা হয়, ঠিক কতটা দূরে পড়ছে পুতুলটি। কীভাবে পড়ছে। এই পুননির্মাণের উপর ভিত্তি করে তদন্ত এগোতে সুবিধা হবে বলে মনে করছে তদন্তকারীরা। প্রসঙ্গত, গত ৯ আগস্ট যাদবপুরের মেন হস্টেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। সেই মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১৩ জন।

 

[আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement