Advertisement
Advertisement

তৃণমূল-বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের

এই ঘটনায় দুই দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল পুলিশ৷

 Police takes suo motu cognisance against TMC, BJP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 5:23 pm
  • Updated:January 4, 2017 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি সমর্থকরা৷ দুই দলের মারমুখী সমর্থকদের আক্রমণ ও প্রতি আক্রমণে ধুন্ধুমার বেধে যায়৷ এবার এই ঘটনায় দুই দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল পুলিশ৷

মঙ্গলবার বিকেল নাগাদ রাজ্য বিজেপি সদর দফতরে টিএমসিপি-র সদস্যরা ইট ছোড়ে বলে অভিযোগ ওঠে৷ পাল্টা আক্রমণে লাঠি হাতে বেরিয়ে আসেন বিজেপি সমর্থকরা৷ পুলিশকে কার্যত নীরব দর্শকে পরিণত করেই দুই দলের সমর্থকরা হাতহাতিতে জড়িয়ে পড়ে৷ অগ্নিগর্ভ হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভেনিউ৷ বেশ কিছুক্ষণ চলে এই আক্রমণ ও প্রতি আক্রমণ৷ আহত হয় বিজেপির সমর্থকরাও৷ ব়্যাফ নামিয়েও পরিস্থিতি আয়ত্তে আনা সম্ভব হয়নি৷ পরে বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়৷ এই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল জোড়াসাঁকো থানা৷ ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ধারায় হিংসা ছড়ানোর অভিযোগে দুই দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে৷

Advertisement

মোদির বাসভবনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক তৃণমূল সাংসদরা

এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির ঘটনায় সারা রাজ্যেই বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল৷ দিল্লিতেও সংসদীয় দলের সদস্যরা বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের আটক করে দিল্লি পুলিশ৷ দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এদিন রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপিও৷ তৃণমূলের পাল্টা মিছিলও বের করে বিজেপি৷দুই দলের বিক্ষোভের আঁচে দিনভর সরগরম ছিল গোটা রাজ্য৷

সুদীপের গ্রেপ্তারির জের, বিজেপি অফিসে বিক্ষোভ তৃণমূলের

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement