Advertisement
Advertisement

Breaking News

Nabanna

এবার নবান্নে ফাইলের গতিবিধিতে পুলিশি নজরদারি! কেন এমন সিদ্ধান্ত?

দপ্তর থেকে ফাইল বা নথি কোন দপ্তরে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছেন, সবটাই নজর রাখবে পুলিশ।

Police surveillance on files in Nabanna

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 1, 2024 11:21 pm
  • Updated:July 1, 2024 11:22 pm  

গৌতম ব্রহ্ম: নবান্নে মোবাইল ব্যবহারের উপর বিধিনিষেধ ছিলই।  এবার ফাইলের গতিবিধির উপর নজর রাখবে পুলিশও। দপ্তর থেকে ফাইল বা নথি কোন দপ্তরে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছেন, সবটাই নজর রাখবে পুলিশ। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

চলতি মাসের ১১ তারিখ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নথি বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র-অর্থ সহ নবান্নর বেশ কিছু দপ্তরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ হয়েছে। এবার সরকারি নথির ওপর কড়া নজরদারি রাখবে পুলিশ। সরকারি নথি বেআইনিভাবে বাইরে চলে যাওয়ার বিষয়টিকে নজরে রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নবান্ন কড়া সিদ্ধান্ত নিল। 

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল নেতাকে ‘গাধা’ বলায় ‘জুতোপেটা’! বৃদ্ধার মৃত্যু বর্ধমানে]

প্রয়োজনে কয়েকটি দপ্তরের বাইরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও সূত্রের খবর। আপাতত তিন দপ্তরের উপর নজরদারির নির্দেশ এসেছে। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, অর্থ এবং স্বাস্থ্যদপ্তর। নির্দিষ্ট সময় অন্তর পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরের রিপোর্ট দেবে। সবমিলিয়ে এবার ফাইল চালাচালিও হবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে।

[আরও পড়ুন: ‘এক আকেলা সব পর ভারি পরা’, মোদিকে বিঁধে লোকসভায় ঝাঁজালো কামব্যাক মহুয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement