Advertisement
Advertisement

Breaking News

ভিএইচপি

ভিএইচপি’র বাইক মিছিল ঘিরে অশান্তি, ডানলপে ব়্যালি আটকাল পুলিশ

পুলিশের সঙ্গে বচসা ভিএইচপি'র সদস্যদের৷

Barrackpore Police stopped VHP's bike rally in Dunlop
Published by: Tanujit Das
  • Posted:April 14, 2019 12:36 pm
  • Updated:April 14, 2019 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম নবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের বাইক মিছিল আটকাল পুলিশ৷ রবিবার সকালে ডানলপের মহামিলন মঠের কাছে মিছিল আটকায় পুলিশ৷ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ সূত্রের খবর, দীর্ঘ সময় পর দু’পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান হয়৷

[ আরও পড়ুন: গায়ে জল ফেলাকে কেন্দ্র করে বচসা, রাতের শহরে চলল গুলি  ]

Advertisement

জানা গিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালে মহামিলন মঠের কাছ থেকে বাইক মিছিল শুরু করতে যান বিশ্ব হিন্দু পরিষদের একদল কর্মকর্তা৷ ডানলপ থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত হওয়ার কথা ছিল সেই মিছিল৷ কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন বারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা৷ ভিএইচপি-র অভিযোগ, পুলিশের তরফে তাঁদের বাইক মিছিল করতে নিষেধ করা হয়৷ বলা হয় এতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে৷ সেই আশঙ্কায় বাইক মিছিল করতে দেওয়া যাবে না৷ স্থানীয় সূত্রে খবর, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ভিএইচপি-র সদস্যদের সঙ্গে পুলিশের বাদানুবাদ শুরু হয়৷ তবে দ্রুত একটা মীমাংসার দিকে পৌঁছায় দু’পক্ষ৷

[ আরও পড়ুন: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান ]

সিদ্ধান্ত নেওয়া হয়, ডানলপ থেকে শ্যামবাজার যাওয়ার পথে যতটা এলাকা বারাকপুর কমিশনারেটের আওতায় পড়বে, ওই অংশটা পায়ে হেঁটে মিছিল করবেন ভিএইচপি-র সদস্যরা৷ এরপর থেকে আবার বাইক মিছিল হবে৷ ভিএইচপি-র দাবি, তাঁদের কাছে বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও মিছিল করতে দেওয়া হয়নি৷ প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব হয়েছে গেরুয়াপন্থী সংগঠনটি৷ কেবল ডানলপই নয়, রাম নবমী উপলক্ষে এদিন কলকাতার একাধিক এলাকা-সহ জেলায় জেলায় মিছিল করছে গেরুয়াপন্থী সংগঠনগুলি৷ প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কোথাও কোথাও অস্ত্র নিয়ে মিছিল করতেও দেখা যাচ্ছে তাঁদের৷ নির্বাচনের মরশুমে যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement