Advertisement
Advertisement
Maniktala

গ্যারাজে ঢুকে মারধর! মানিকতলায় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে শুরু তদন্ত

পেট ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু।

Police starts Unnatural death case after a person died allegedly lynched by others at Maniktala | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:November 15, 2023 2:04 pm
  • Updated:November 15, 2023 2:07 pm

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: সাতসকালে এক ব্যক্তির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে হইচই মানিকতলা (Maniktala) এলাকায়। বুধবার অনিল রজক নামে এক ব্যক্তির মৃত্যু হয় আর জি কর মেডিক্যাল (R G Kar Medical College) কলেজ হাসপাতালে। কিন্তু ঠিক কোন কারণে মৃত্যু হল, তা নিয়ে যথেষ্ট রহস্য ঘনিয়েছে। পেশায় অনিল রজক মোটর মেকানিক। তাঁর সহকর্মীদের দাবি, অনিলকে মারধর করা হয়েছিল। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও পরিবার মারধরের অভিযোগ অস্বীকার করেছে। তাদের তরফে কোনও অভিযোগও দায়ের হয়নি। সেই কারণে অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ।

জানা যাচ্ছে, মৃত ৪৭ বছরের অনিল রজক তীব্র পেট ব্যথা (Abdominal pain) নিয়ে আর জি কর হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন। বুধবার সকাল ৮টা নাগাদ তাঁর ভীষণ পেট ব্যথা হতে থাকে। তাঁর ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে হাসপাতালে নিয়ে যান। আর জি কর পৌঁছনো মাত্রই ডাক্তার অনিলকে মৃত ঘোষণা করেন। তখন ঘড়িতে প্রায় পৌনে দশটা। ২১/১, ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা অনিল বাগমারি রোডের একটি গ্যারাজে কাজ করেন। সহকর্মীদের অভিযোগ, মঙ্গলবার সুকুমার দাস ও শিবা নামে দুই ব্যক্তি গ্যারাজে ঢুকে মারধর করে। সেই আঘাতে পেট ব্যথা আরও বাড়ে তাঁর। আর তাতেই মৃত্যু।

Advertisement

[আরও পড়ুন: দলে ‘তরুণ তুর্কি’র বড়ই অভাব! ‘ডিজিটাল সৈনিকে’র খোঁজে বঙ্গ সিপিএম]

সহকর্মীরা আরও জানাচ্ছেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বোঝা গিয়েছে যে অনিল মারধরের বিষয়ে পরিবারকে কিছুই জানায়নি। ফলে তাঁদের ধারণা, পেট ব্যথাতেই অনিলের মৃত্যু হয়েছে। তাই পরিবারের তরফেও কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। দেহ ময়নাতদন্তের জন্য আর জি করেই রয়েছে। পুলিশ সমস্ত ঘটনার কথা শুনে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

[আরও পড়ুন: মরণকূপ! এবার গুজরাটে নোংরা তুলতে নেমে বেঘোরে প্রাণ গেল ৪ সাফাই কর্মীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement