বিধান নস্কর, দমদম: কলকাতা থেকে দিল্লি হয়ে চিনে চন্দন কাঠ পাচারের ছক। তবে পুলিশের তৎপরতায় পাচারের আগেই তিন পাচারকারীকেই গ্রেপ্তার করল এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। উদ্ধার হওয়া চন্দনের কাঠ ও সেই কাঠে তৈরি আসবাবের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া কাঠের ওজন প্রায় ২১০ কেজি।
সূত্র মারফত খবর পেয়ে বুধবার দমদম বিমানবন্দরে হানা দিয়ে এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। চন্দন কাঠ পাচারকারীকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ২০০ কেজি শ্বেত ও রক্ত চন্দনের কাঠ ও চন্দনের কাঠের তৈরি সামগ্রী উদ্ধার করেছে তারা। ধৃতদের নাম হলো ইমরোজ হোসেন, শেখ রাশিদ ও আবিদ হোসেন। ধৃতরা কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে হংকং যাওয়ার জন্য বোর্ডিং পাস ইস্যু করিয়েছিল।
এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই কাঠগুলো কীভাবে তাদের কাছে এল, ধৃতদের সঙ্গে আর কারা জড়িত, এর আগে এভাবে চন্দনের কাঠ বা অন্যান্য জিনিসপত্র পাচারের সাথে এরা যুক্ত কি না, সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে এনএস সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তরা তিনজনই হ্যান্ডেলারের কাজের সঙ্গে যুক্ত বলে জানালেন ডিসি বিধাননগর বিশপ সরকার। এদের প্রত্যেকের পাসপোর্টের পাতা ভিসার স্ট্যাম্প দিয়ে ভরতি বলেও জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.