Advertisement
Advertisement

Breaking News

অন্তরার রহস্যমৃত্যুতে নয়া মোড়, মিলল সুরজিতের প্রেমিকার খোঁজ

বাগুইআটির বাড়ি থেকে উদ্ধার অন্তরার হাতে লেখা সুইসাইড নোট৷

Police recover Antara's suicide note
Published by: Sayani Sen
  • Posted:December 5, 2018 2:06 pm
  • Updated:December 5, 2018 2:06 pm  

কলহার মুখোপাধ্যায়: বাগুইআটির গৃহবধূ অন্তরা আচার্যের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়৷ এই ঘটনায় নাম জড়াল আরও এক মহিলার৷ তাঁর সঙ্গে নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুরজিৎ৷ এদিকে, অন্তরার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট৷ ওই নোটে সুরজিতের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের কথা উল্লেখ করেছিলেন অন্তরা৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন বাগুইআটির ওই গৃহবধূ৷

[দশদিনে ৯৭ বার ফোন প্রাক্তন প্রেমিককে, বাগুইআটির বধূ মৃত্যুতে বাড়ছে রহস্য]

গত বুধবার বাগুইআটির বহুতল থেকে গৃহবধূ অন্তরার দেহ উদ্ধার হয়। অন্তরা আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, সেই প্রশ্ন ঘিরে দানা বাঁধে রহস্য৷ ঘটনার তদন্তে নামে পুলিশ৷ এবার সামনে এল সুরজিতের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা৷ পুলিশসূত্রে খবর, সুরজিৎ ও অন্তরা দু’জনেরই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল৷ অন্তরাও যোগাযোগ রাখা শুরু করে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে৷ পালটা সুরজিত তার সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে৷ সহকর্মী ওই মহিলার সঙ্গে ফোন, চ্যাটে সর্বক্ষণ কথা হত তার। সেটা জেনে যায় অন্তরা। আর তারপরই দু’জনের মধ্যে অশান্তিও হত৷ সুরজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ফাঁস হওয়াতেই কি প্রাণ গেল অন্তরার? এই উত্তরের খোঁজে তদন্তকারীরা।

Advertisement

[পারিষদদের দায়িত্ব বন্টন নয়া মেয়রের, পুর প্রশাসনে গুরুত্ব বাড়ল অতীনের]

এদিকে, মঙ্গলবার বিকেলে অন্তরার বাগুইআটির বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন তদন্তকারীরা৷ ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘‘আমার মৃত্যুর জন্য স্বামী দায়ী৷’’ ওই নোটে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের কথাও উল্লেখ করেছেন অন্তরা৷ পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলার পর থেকেই দাম্পত্য অশান্তি চরমে পৌঁছায়৷ তার জেরেই মানসিক অবসানে জীবন শেষ করে দেওয়ার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেন অন্তরা৷

[গুরুতর অসুস্থ নির্মলা মিশ্রকে দেখতে হাসপাতালে মেয়র ফিরহাদ হাকিম]

যদিও অন্তরার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছেন তাঁর বাপের বাড়ির লোকজন৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, অন্তরাকে খুন করেছে সুরজিত। সন্তানহীনতার কারণে অন্তরার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সুরজিত ও তাঁর বাড়ির লোকজন। আত্মহত্যার প্ররোচনা দেওয়া হত তাঁকে। অন্তরা মৃত্যুরহস্যের কিনারায় সুরজিতকে এখনও জেরা করছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement