Advertisement
Advertisement

Breaking News

Cash

ফের কলকাতায় টাকার পাহাড়! নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি, মিলল বিলাসবহুল গাড়িও

বেআইনি কলসেন্টারের নামে বিদেশিদের প্রতারণা তদন্তে নেমে বিপুল টাকা উদ্ধার করল পুলিশ।

Police raids new town house, found 4 crore cash | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 8, 2023 7:36 pm
  • Updated:March 8, 2023 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় (Kolkata) টাকার পাহাড়! এবার নিউটাউনে বেআইনি কলসেন্টারের হানা দিতেই উদ্ধার হল প্রায় ৪ কোটি টাকা। মিলেছে প্রচুর সোনা-রুপোর গয়না, দামি-দামি ঘড়ি ও ছ’টি বিলাসবহুল গাড়ি। মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া বিপুল নগদের সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে। টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে চার ভিনরাজ্যের বাসিন্দা-সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, বেআইনি কলসেন্টারের নামে বিদেশিদের প্রতারণা তদন্তে নেমে বিপুল টাকা উদ্ধার করল পুলিশ।

বুধবার নিউটাউনের দু’টি অ্য়াপার্টমেন্টে হানা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। দু’টি অ্যাপার্টমেন্ট জুড়ে ভুয়ো কলসেন্টার চলছিল বলে অভিযোগ। সেখানে তল্লাশি চালাতেই নগদ ৩ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার উদ্ধার হয়। তল্লাশি চালিয়ে আরও ১১টি দামি-দামি ঘড়ি ও সোনা-রুপোর গয়না, কয়েন উদ্ধার হয়। অ্যাপার্টমেন্টের বাইরে থেকে দু’টি ল্যান্ডরোভার ও দু’টি জাগুয়ার-সহ মোট ৬টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন মোট ৬ জন। তাদের মধ্যে ৩ জন গুজরাটের আহমেদাবাদ, ১ জন মহারাষ্ট্র ও বাকি দুজন হাওড়ার লিলুয়ার বাসিন্দা বেল পুলিশ সূত্রে খবর।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় UNESCO, চিঠি পেয়েই পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

পুলিশ সূত্রে খবর, কলকাতার সল্টলেক, নিউটাউন ও হাওড়ার লিলুয়া এলাকায় ৮-১০টি ভুয়ো কলসেন্টার রয়েছে। যার আড়ালে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্র চলে। তাদের ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে সাইবার প্রতারণা করে এই কলসেন্টার চক্রের মালিকরা। সেই তদন্তে নেমে কলকাতা ও লিলুয়ায় তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেখান থেকে লক্ষাধিক টাকা নগদ, সিম ও নথি উদ্ধার হয়। সেই তথ্যের ভিত্তিতে এদিন নিউটাউনে হানা দেয় পুলিশ। সেখান থেকেই এবার বিপুল টাকা উদ্ধার হল। 

[আরও পড়ুন: অনুব্রত নেই তো কী, আমি তো আছি…! দলের কাছে বীরভূমে ‘ভোট করানো’র দায়িত্ব চাইলেন মদন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement