Advertisement
Advertisement

Breaking News

Maa flyover

মা ফ্লাইওভারে চিনা মাঞ্জার মৃত্যুফাঁদ! এবার রক্তাক্ত পুলিশ আধিকারিক

বিশ্বকর্মা পুজোর পর প্রতি বছরই মা ফ্লাইওভারে এধরনের দুর্ঘটনা ঘটে। নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির নির্দেশ ছিল।

Police officer injured at Maa flyover
Published by: Paramita Paul
  • Posted:September 22, 2024 4:37 pm
  • Updated:September 22, 2024 5:28 pm  

বিধান নস্কর, বিধাননগর: ফের চিনা মাঞ্জার কবলে বাইক আরোহী। রবিবার মা ফ্লাইওভারে রক্তাক্ত পুলিশ আধিকারিক। মাথায় আঘাত লেগেছে। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আক্রান্ত পুলিশ আধিকারিকের নাম শাহনওয়াজ আলি। তিনি বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত। এদিন বিকেলে বাইক চালিয়ে পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন শাহনওয়াজ। পিছনে আরোহী ছিলেন। ফ্লাইওভার দিয়ে আসার সময় ঘুড়ির সুতো চিনা মাঞ্জা তাঁর কপালে লাগে। সঙ্গে সঙ্গে কেটে গলগল করে রক্ত বেরতে শুরু করে। ওই পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে বাইক ফ্লাইওভারের ধারে নিয়ে দাঁড় করান। তার পরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

 

 

বিশ্বকর্মা পুজো মানেই আকাশে ঘুড়ির মেলা। পুজো মিটে গেলেও পরের কয়েক সপ্তাহ রেশ থেকে যায়। আকাশে ওড়ে হরেক ঘুড়ি। সেই ঘুড়ির সুতোই কাল হয়ে দাঁড়ায়। চিনা মাঞ্জার সুতো মৃত্যুফাঁদ হয়ে ওঠে। উল্লেখ্য, নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন। তা সত্ত্বেও চলছে দেদার বিক্রিবাটা। আগেই শহরের একাধিক রাস্তা বিশেষত উড়ালপুলগুলোতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জার দৌরাত্ম্য পুরোপুরি কমানো যায়নি। নজরদারির ফাঁক গলে চিনা মাঞ্জায় দুর্ঘটনায় আশঙ্কায় ভুগছেন বাইকচালকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement