Advertisement
Advertisement

বিজেপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ

গ্রেফতার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়৷

Police lathicharge on BJP protest rally
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 5:17 pm
  • Updated:December 15, 2016 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমাম বরকতির মন্তব্যের বিরুদ্ধে বিজেপির অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর৷ মিছিলে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে৷ ঘটনায় আটজন আহত হয়েছেন৷ গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে৷

এদিন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধর্মতলা থেকে মিছিল করার কথা ছিল রাজ্য বিজেপির৷ অভিযোগ, শান্তিপূর্ণভাবেই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি নেতা-কর্মীরা৷ সেখানেই পুলিশ আচমকা লাঠিচার্জ করে৷ ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও আহত হন৷ পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, পুলিশ পাগল হয়ে গিয়েছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে৷ এর প্রতিবাদে আগামী ২১ তারিখ পর্যন্ত রাজ্যে বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন করা হবে৷ আর ২১ ডিসেম্বর জেলায় জেলায় ডিএম ও এসপি অফিস ঘেরাও করে প্রতিবাদ জানাবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

Advertisement

এদিন বিজেপির রাজ্য সভাপতি জানান, আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও৷ পুলিশ স্বেচ্ছাচার চালাচ্ছে বলেও অভিযোগ জানানো হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement