Advertisement
Advertisement
Sealdah

বাসে ঝামেলা থেকে পুলিশের উপর হামলা! বাঁশ হাতে শিয়ালদহের কিয়স্কে ভাঙচুর, গ্রেপ্তার ১

বাসে এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল এই কিয়স্কে। তাঁর পরিচিতরাই হামলা করে বলে অভিযোগ।

Police kiosk near Sealdah Station ransacked with bamboo sticks, one arrested
Published by: Sucheta Sengupta
  • Posted:November 19, 2024 11:26 am
  • Updated:November 19, 2024 12:07 pm

নিরুফা খাতুন: বাসের সহযাত্রীদের মধ্যে গন্ডগোলের রেশ আছড়ে পড়ল পুলিশ কিয়স্কে। শিয়ালদহ স্টেশন লাগোয়া পুলিশ কিয়স্কে ব্যাপক ভাঙচুর চলল। এই ঘটনায় মঙ্গলবার সকালে একজনকে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ধৃতের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশকে বাধাদান, হামলা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর। তবে এই ঘটনায় শিয়ালদহ স্টেশনে চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করে।

ঘটনার সূত্রপাত সোমবার। ওইদিন চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বাসযাত্রীরা এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে শিয়ালদহ স্টেশনের পাশে ট্রাফিক গার্ডের হাতে তুলে দেন ওই ব্যক্তিকে। জানা যায়, তাঁর নাম বিশ্বকর্মা সাউ, বয়স ৫১ বছর। বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা তিনি। পুলিশ তাঁকে কিয়স্কে বসিয়ে রাখে। বিশ্বকর্মা পুলিশের হাতে ধরা পড়েছেন, তা শুনে তাঁর পরিচিতরা ভিড় করে বেলেঘাটা রোডে ট্রাফিক পুলিশের ওই কিয়স্কে।

Advertisement

অভিযোগ, এর পর তাঁরা বিশ্বকর্মাকে ছেড়ে দেওয়ার দাবিতে ব্যাপক ভাঙচুর চালান কিয়স্কে। বাঁশ হাতে হামলা চলে। তাতে কিয়স্কের কাচের জানলা ভেঙে যায়। যদিও কোনও পুলিশকর্মী আহত হননি। কিন্তু খোদ পুলিশের উপর এমন হামলার ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায়। কীভাবে দিনেদুপুরে শিয়ালদহ স্টেশন লাগোয়া পুলিশ কিয়স্কে এমন ভাঙচুর হল, নজরদারি কেন ছিল না, পুলিশ পালটা কোনও পদক্ষেপ কেন নিল না? এসব প্রশ্ন উঠছে। এছাড়া প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তাও। যাঁরা জনসাধারণকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত, তাঁদের সুরক্ষা কোথায়?  বলছেন নিত্যযাত্রীরা।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement