Advertisement
Advertisement
Police Model

সোদপুরের মডেলের ‘বোল্ড’ ফটোশুট আপলোড হয় ৮৪টি Porn সাইটে! চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

ভিডিও আপলোডের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে অভিযুক্তরা।

Police interrogates two person who blackmail model । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 26, 2021 11:13 am
  • Updated:July 26, 2021 11:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন ছবি তৈরির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। তা নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। তারই মাঝে এবার কলকাতাতেও পর্ন চক্রের ছায়া। সোদপুরের মডেলের অভিযোগের ভিত্তিতে ধৃত মহিলা-সহ দু’জনকে জেরা করে নানা নতুন নতুন তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

মহিলা জানান, সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্যামেরাম্যান প্রতাপ ঘোষ এবং মেকআপের দায়িত্বে থাকা জয়শ্রী মিত্রের সঙ্গে আলাপ হয় তাঁর। ফটোশুট করাতে আগ্রহী কিনা, তা নিয়ে আলোচনা হয়। এরপর গত ২০ মার্চ বিধাননগরের সেন্ট্রাল পার্কে ম্যাগাজিনের জন্য ফটোশুট করান। সোদপুরের মডেলের তাঁকে বলা হয়েছিল শাড়ি পরে সাধারণ ফটোশুট করা হবে। তাই রাজি হয়ে যান। তবে আদতে তা বেশ বোল্ড ফটোশুট হয়ে যায়। এরপর গেস্ট হাউসে ফটোশুট হয়। সেই সময় তাঁকে নেশার দ্রব্য মেশানো ঠান্ডা পানীয় পান করানো হয় বলেও অভিযোগ। এরপর মে মাসে সোদপুরের মডেল জানতে পারেন তাঁর ‘বোল্ড’ ছবি একাধিক সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। পরিচিতরাই সে কথা জানান তাঁকে। তা জানতে পেরেই ফটোগ্রাফার (Photographer) ও মেকআপ আর্টিস্টের (Make Up Artist) সঙ্গে যোগাযোগ করেন তিনি। তবে ওই দু’জন তাঁকে পালটা ব্ল্যাকমেল করতে থাকে। ৩ লক্ষ টাকা দাবি করা হয়। এরপরই মহিলা বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘My Rockstar!’ মেয়ে মুস্কানের ISC রেজাল্ট দেখে ফেসবুক পোস্টে উচ্ছ্বাস মীরের]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কমপক্ষে ৮৪টি পর্ন সাইটে (Porn Site) সোদপুরের মডেলের ‘বোল্ড’ ছবি আপলোড করে দিয়েছে। তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা উপার্জনও করেছে দু’জনে। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোনে প্রচুর সংখ্যক পর্ন পাওয়া গিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের জেরা করে সে তথ্য পাওয়া সম্ভব বলেই আশা তদন্তকারীদের।

[আরও পড়ুন: ‘অলিম্পিক কি রসিকতার জায়গা?’, প্রণতির ব্যর্থতায় ক্ষুব্ধ প্রাক্তন কোচ মিনারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement