Advertisement
Advertisement
Baguati

বাগুইআটিতে প্রোমোটারের উপর হামলা: ‘বেপাত্তা’ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে নোটিস পুলিশের

কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, সেকথা উল্লেখ করা হয়েছে নোটিসে।

Police gives notice to TMC Councilor's house in search of him in case of attacking promoter at Baguiati

কাউন্সিলরেরর বাড়িতে পুলিশের নোটিস। নিজস্ব চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 17, 2024 2:17 pm
  • Updated:December 17, 2024 2:29 pm  

বিধান নস্কর, দমদম: বাগুইআটির প্রোমোটার আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকে অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ঘটনার তদন্তে নেমে একাধিকবার তাঁর বাড়িতে গেলেও খোঁজ পায়নি পুলিশ। শেষমেশ কাউন্সিলের বাড়ির দেওয়ালে নোটিস সেঁটে দেওয়া হল বাগুইআটি থানার তরফে। প্রোমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃত রমেন মণ্ডল ও শুভঙ্কর মণ্ডলকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত।

প্রোমোটার কিশোর হালদার তাঁর উপর হামলা, মারধরের ঘটনায় বিধাননগর পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রবিবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তাঁদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার গেলেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির দেওয়ালে নোটিস লাগিয়ে দেওয়া হল। তাঁকে বাগুইআটি থানায় দেখার করার কথা বলা হয়েছে। প্রোমোটার কিশোর হালদারকে মারধরের মামলায় কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, সেকথা উল্লেখ করা হয়েছে নোটিসে।

Advertisement

বাগুইআটির এই ঘটনার নেপথ্যে তোলাবাজির অভিযোগ ওঠে। আক্রান্ত কাউন্সিলরের অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা দাবি করেন। প্রথমবার কাউন্সিলরকে ৩ লক্ষ টাকা দিলেও তাঁর দাবিদাওয়া বাড়তে থাকে। সেই টাকা দিতে পারছিলেন না প্রোমোটার। এরপর কিশোরবাবুর বাড়িতে গিয়ে তিনি জোরজুলুম করেন বলে অভিযোগ। সেসময় তাঁর অনুগামীরা হামলা চালান। তাতে মাথা ফেটে রক্তাক্ত হন প্রোমোটার। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হতেই বেপাত্তা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এবার তাঁর খোঁজে বাড়িতে নোটিস দিল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement