অর্ণব আইচ: করোনা রোখার একমাত্র পথ সংস্পর্শ এড়ানো। তাই রমজান মাসে কেনাকাটা করার সময়ও দূরত্ব যাতে বজায় থাকে, প্রত্যেক থানার ওসি ও পুলিশকর্তাদের সেদিকে নজর রাখার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। শুধু সামাজিক দূরত্ব বজায়ই নয়, ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক।
এদিন কলকাতার পুলিশ কমিশনার আধিকারিকদের নির্দেশ দেন যে, যাঁরা রমজান মাসে রোজা রাখছেন, তাঁদের কেনাকাটার ক্ষেত্রে যেন কোনও অসুবিধা না হয়। তবে কেনাকাটার সময় প্রত্যেককেই অবশ্যই পারস্পরিক দূরত্ব মেনে চলতে হবে। কোথাও ভিড় করা যাবে। ভিড় নজরে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে পুলিশ আধিকারিকদের। এছাড়াও যাঁরা কেনাকাটা করবেন, তাঁদের প্রত্যেককে মাস্ক পরতেই হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এ বিষয়ে লালবাজার পক্ষ থেকে প্রত্যেকটি থানাকে সতর্ক করা হয়েছে। শনিবারও মাস্ক না পরায় শহর থেকে পুলিশ ১২০ জনকে গ্রেফতার করেছে। কেউ যাতে রাস্তায় থুতু না ফেলেন, সে বিষয়েও চলছে জোর নজরদারি। এদিনও ২১ জনকে থুতু ও পিক ফেলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। লকডাউনের সময় সাধারণ মানুষকে যেভাবে পুলিশ সাহায্য করছে, তার প্রশংসা করে বেশ কয়েকজন শহরবাসী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁদের স্বাগত জানিয়েছেন পুলিশ কমিশনার।
প্রসঙ্গত, করোনার দাপটে স্তব্ধ বিশ্ব। পুরনো রেকর্ড ছাপিয়ে মৃত্যুর হার বেড়েছে মার্কিন মুলুকে। চিন্তায় প্রশাসন। ভারতে আক্রান্তের হার বৃদ্ধি মাত্র ৬ শতাংশ। শনিবার আশার কথা শুনিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। তবে রবিবার সকালেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। মৃত্যু হয়েছে ৮২৪ জনের। সুস্থ হয়েছেন ৫৮০৪ জন। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে শর্তসাপেক্ষে বিভিন্ন রাজ্যে খুলেছে দোকানপাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.