Advertisement
Advertisement

সেনা আধিকারিক পরিচয়ে প্রেম, মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ টাকা

ধৃতের কাছ থেকে নৌসেনা, সেনা, বায়ুসেনার লোগো ও বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে।

Police arrested a young man
Published by: Sayani Sen
  • Posted:March 6, 2019 11:50 am
  • Updated:March 6, 2019 6:46 pm  

অর্ণব আইচ: মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় চার লাখ টাকা উধাও। লালবাজারের সাইবার থানার হাতে গ্রেপ্তার ভুয়ো সেনা আধিকারিক। রাজন শর্মা নামে ওই যুবককে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক সোশ্যাল মিডিয়ায় নিজেকে কখনও নৌসেনা আবার কখনও সেনা আধিকারিক পরিচয় দিয়ে বহু মহিলার সঙ্গে বন্ধুত্ব করত। তাঁদের অনেককে বিয়ের প্রতিশ্রুতিও দিত। সেই সুযোগ নিয়ে এক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ৯২ হাজার ৭৮০ টাকা জালিয়াতি করে নিজের একটি ওয়ালেট অ্যাকাউন্টে পাঠায়।

[তৃণমূলের আগে প্রার্থী ঘোষণা নয়, শাসকদলের মোকাবিলায় নয়া কৌশল বিজেপির]

মহিলার অভিযোগের ভিত্তিতে সাইবার থানার আধিকারিকরা তদন্ত করেন। হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করে৷ জানা যায়, সে ভুয়ো নৌসেনা ও সেনা আধিকারিক। তার কাছ থেকে নৌসেনা, সেনা ও বায়ুসেনার লোগো ও বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে।

Advertisement

[শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধান সূত্র, চলবে এসএসসি প্রার্থীদের অনশন]

এদিকে, একটি সফটওয়্যার ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংকের থেকে ৩৪ লাখ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন তিনজন। ভবানীশঙ্কর দারক, রাজীবকুমার সাউ, গোবিনদীপ সিং নামে তিনজনকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাংক জালিয়াতি শাখা। ওই বেসরকারি ব্যাংকে ৪৫টি অ্যাকাউন্ট খোলে এই জালিয়াতি চক্র। বহু গ্রাহকের কাছে আসা মেসেজ সফটওয়্যারের মাধ্যমে জালিয়াতি করেই এই টাকা তোলা হয়। ব্যাংকের কর্তা পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement