Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় আলাপ জমিয়ে মাদক পাচার, শ্রীঘরে যুবক

দেড় লক্ষ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে৷

Police arrasted young man, seized drug
Published by: Sayani Sen
  • Posted:December 7, 2018 9:44 pm
  • Updated:December 7, 2018 9:44 pm  

অর্ণব আইচ: বড়দিনের আগেই শহরে গ্রেপ্তার মাদক পাচারকারী৷ গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দারাই হাতেনাতে গ্রেপ্তার করে ওই যুবককে৷ পুলিশ সূত্রে খবর, সোশ্যাল সাইটের মাধ্যমে বিত্তশালী অল্পবয়সি যুবকদের সঙ্গে আলাপ জমিয়ে সে মাদক বিক্রি করত৷ ধৃতের কাছ থেকে দেড় লক্ষ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে৷ 

[মেডিক্যাল কলেজের আউটডোরে ভেঙে পড়ল চাঙড়, আহত ৪]

সামনেই বড়দিন, বর্ষবরণ৷ এই উপলক্ষে শহরের একাধিক নাইট ক্লাবে পার্টির আয়োজন করা হয়৷ সাধারণত বিত্তশালীরাই ওই পার্টিতে যান৷ বর্ষশেষের এই পার্টিকেই টার্গেট করে মাদক ব্যবসায়ীরা৷ সেই একই কারসাজি চালাতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ল এক যুবক৷ ধৃতের নাম জোয়েব হাসান৷ সে তপসিয়ার বাসিন্দা৷ একটি কল সেন্টারের চাকরি নিয়ে কয়েকমাস যাবৎ গুড়গাঁওতে থাকত৷ দিনকয়েক আগে শহরে ফেরে সে৷ লালবাজারের গোয়েন্দাদের কাছে খবর পৌঁছায় ওই যুবক নাকি শহরের বিভিন্ন নাইট ক্লাবে মাদক সরবরাহ করে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জোয়েবকে হাতেনাতে গ্রেপ্তার করে৷ দেড় লক্ষ টাকার কোকেন-সহ পুলিশের জালে ধরা পড়ে সে৷

Advertisement

[বেহালায় তরুণীকে পিষে দিল তেলের ট্যাঙ্কার, এলাকায় চাঞ্চল্য]

প্রথমে যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জোয়েব৷ প্রথমে নির্দোষ বলেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করে সে৷ কিন্তু দীর্ঘক্ষণের পুলিশি জেরায় ভেঙে পড়ে জোয়েব৷ নিজের দোষ স্বীকার করে নেয়৷ কীভাবে নাইট ক্লাবগুলিতে মাদক পাচার করত জোয়েব, তাও নিজে মুখেই পুলিশকে জানায় সে৷ সে জানায়, সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন বন্ধু তৈরি করত জোয়েব৷ বেছে বেছে বিত্তশালীদের সঙ্গে বন্ধুত্ব করত৷ তাঁদের সঙ্গে কথা বলে, ভাব জমাত৷ এরপর পার্টিতে দেখা করত জোয়েব৷ সেখানেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদক পাচার করত৷ কিন্তু বেশিদিন এই কারসাজি কাজে লাগল না জোয়েবের৷ ধরা পড়ে গেল পুলিশের হাতে৷ জোয়েবের সঙ্গে এই মাদক ব্যবসায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ জোয়েবকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা আধিকারিকদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement