সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তপ্ত ডোরিনা ক্রসিং। জোর করে ধরনা মঞ্চের কাছে যাওয়ার চেষ্টা করে বাম ছাত্র সংগঠনের মিছিলকারীরা। তাতে বাধা দেয় পুলিশ। তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ। পরপর তিনটি ব্যারিকেড ভেঙে ধরনা মঞ্চের কাছে এগনোর চেষ্টা করে ছাত্ররা। এই খবর পাওয়া মাত্রই মিলেনিয়াম পার্কে অনুষ্ঠান থেকে সোজা ধর্মতলার ধরনা মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। বিক্ষোভকারীদের শান্ত হওয়ার বার্তা দেন তিনি।
সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA বিরোধী আন্দোলনে ফুঁসছে কলকাতা। তারই মাঝে দু’দিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে আন্দোলনের ঝাঁজ বেড়েছে যথেষ্ট। পথে নেমে আন্দোলনে শামিল বাম ছাত্র সংগঠন। পালটা ধরনা মঞ্চে শামিল তৃণমূল। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই রানি রাসমণি অ্যাভিনিউয়ের ওই ধরনা মঞ্চে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধেয় এই ধরনা মঞ্চের দিকে আসার চেষ্টা করছিল বাম ছাত্র সংগঠনের সদস্যরা। ডোরিনা ক্রসিংয়ের কাছে ওই মিছিলে বাধা দেয় পুলিশ। তাতেই বেজায় চটে যান বাম ছাত্র সংগঠনের মিছিলকারীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধস্তাধস্তি। তিনটি ব্যারিকেড ভেঙে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চের দিকে এগিয়ে যায় বাম ছাত্ররা। সেখানে গিয়ে সিএএ বিরোধী স্লোগান দিতে থাকে তাঁরা।
এই খবর পাওয়া মাত্র মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান থেকে সোজা ধর্মতলার ধরনা মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানান তিনি। যদিও তাতে কাজ হয়নি। পরে আবারও টিএমসিপির ধরনা মঞ্চ থেকে CAA বিরোধী স্লোগান দিতে থাকেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.