Advertisement
Advertisement
অনশন

এসএসসি চাকরি প্রার্থীদের সমর্থনে অনশনে কবি মন্দাক্রান্তা সেন

শুক্রবার থেকে মেয়ো রোডে অনশন শুরু করলেন তিনি।

Poet Mandakranta Sen starts hunger strike in support Of SSC candidate
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 22, 2019 2:18 pm
  • Updated:March 22, 2019 2:18 pm

দীপঙ্কর মণ্ডল: কেউ বিবৃতি দিয়েছেন, কেউ আবার সরাসরি হাজির হয়েছেন অনশন মঞ্চে। এবার এসএসসির চাকরি প্রার্থীদের সমর্থনে পথে নামার সিদ্ধান্ত নিলেন শহরের বিশিষ্টজনেরা। শুক্রবার থেকে এসএসসির চাকরি প্রার্থীদের সঙ্গে রাজপথে অনশনে বসলেন কবি মন্দাক্রান্তা সেন। তিনি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আন্দোলনকারীদের ন্যায্য দাবি পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। এদিকে শুক্রবার আবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কৌতূহল বাড়ছে শিক্ষামহলের।

[ বিজেপির হাওড়া জেলা সভাপতিকে ফের খুনের হুমকি]

Advertisement

নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাস করেছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না। রাজ্যে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশন বসেছেন এসএসসির কয়েকশো চাকরি প্রার্থী। তাঁদের সকলেরই নাম ওয়েস্টিং লিস্টে। শুক্রবার, এসএসসি চাকরি প্রার্থীদের অনশন ২৩ দিনে পড়ল। অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬০। এমনকী, চাকরির দাবিতে অনশন করছিলেন কয়েকজন অন্তঃসত্ত্বা মহিলাও। কোনওমতে তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে। অনশনের কারণে দিন কয়েক আগে আবার এক মহিলার গর্ভস্থ ভ্রুণও নষ্ট হয়ে গিয়েছে।

মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে যেদিন অনশন শুরু হয়েছিল, সেদিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিকাশভবনে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। কিন্তু, সমস্যা মেটেনি, এখনও অনশন চালিয়ে যাচ্ছেন এসএসসির চাকরি প্রার্থীরা। বুধবার অনশনস্থলে গণ কনভেনশনের আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। কনভেনশনে অংশ নেন কবি মন্দাক্রান্তা সেন, পরিচালক অনীক দত্ত, অভিনেতা বাদশা মৈত্রের মতো শাসক-বিরোধী বলে পরিচিত বিশিষ্টজনেরা। এসএসসির চাকরি প্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে গণনাট্য সংঘ, এপিডিআরের মতো সংগঠনগুলিও। শিক্ষকপদে চাকরি প্রার্থীদের অনশনে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরও। চলতি মাসের শুরুতে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে এসেছিলেন তিনি। তখন মন্ত্রীকে গোটা বিষয়টি জানান রাজ্য বিজেপি নেতারা।

[ শহরে অপ্রীতিকর ঘটনা রুখে দোলে চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement