Advertisement
Advertisement

Breaking News

হাতে টাকা কম! শহরে সস্তায় কেনাকাটার সেরা ৭ ঠিকানা

ট্যাঁকে যখন টাকা কম থাকে, তখনই কেনাকাটা করতে নাকি বেশি ইচ্ছে করে!

Pocket friendly shopping destination in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 7:23 pm
  • Updated:December 11, 2016 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেস ক্যাশের তাড়নায় বাজারের হাল বেহাল৷ পকেটের অবস্থাও এমন কিছু ভাল নয়৷ কিন্তু মনটা বড় বেয়াদপ৷ ট্যাঁকে যখন টাকা কম থাকে, তখনই যেন কেনাকাটা করতে বেশি ইচ্ছে করে৷ বেয়াদপ এই মনের খাতিরেই রইল শহরের সস্তা শপিংয়ের এই সেরা সাত ঠিকানা৷

নিউমার্কেট – জীবনে একবার নিউমার্কেট দর্শন করেননি, এমন বাঙালি পাওয়া বড় দুষ্কর৷ রাজ্যের সবচেয়ে পুরনো মার্কেট আজও জীবন্ত এর বিকিকিনির জোরে৷ হগ মার্কেট, শ্রীরাম আর্কেড থেকে ট্রেজার আইল্যান্ড কিংবা মাটির নিচে সিমপার্ক মল সব জায়গায় ব্যবসায়ীরা বসে থাকেন পসরা সাজিয়ে৷ শুধু দর কষাকষিটা করতে জানতে হবে৷

Advertisement

281724360

বড়বাজার – তর্কাতীতভাবে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার৷ কথায় বলে, বাঘের দুধ চাইলেও নাকি বড়বাজারে পাওয়া যায়৷ তবে এখানে বাজার করতে গেলে আপনাকে একটু গলি তস্য গলি হেঁটে চলে দেখে-বেছে নিতে হবে৷

burrabazar

গড়িয়াহাট – গড়িয়াহাট ব্রিজের এই নিচের এলাকা সারা বছরই ব্যস্ত থাকে৷ হকারদের চিল চিৎকারে গোটা দিন কান পাতা দায় হয়ে দাঁড়ায়৷ তবে একটু মন দিয়ে শুনলে আপনার কাজের জিনিসটা অনেক সস্তায় পেয়ে যেতে পারেন৷

gariahat-hawkers-1

বি কে মার্কেট – ট্রেন্ডি অথচ সস্তা৷ সেক্সপিয়র সরণির এই মার্কেটের এটাই মূলমন্ত্র৷ সাধারণত হংকং, ব্যাংককের ব্র্যান্ডের দেখা মেলে এই বাজারে৷ ফ্যাশনপ্রেমীদের কাছে স্বর্গ এই স্থান৷

bk-market

দক্ষিণাপণ – দক্ষিণের শপিং প্রেমীরা সহজেই আপন করে নিয়েছেন এই স্থান৷ কারণ একটাই, পছন্দের জিনিসের দাম এখানে বেশ সস্তা৷ ঢাকুরিয়া ফ্লাইওভারের নিচের এই মার্কেটে তরুণদের ভিড়ই বেশি দেখা যায়৷

dakshinapan-shopping

হাতিবাগান – হাতিবাগান মানেই উত্তরে শপিংয়ের নস্টালজিয়া৷ শোনা যায়, প্রতিবার এখানে যাওয়ার পর শপিং প্রেমীদের নাকি একটাই আফশোস থাকে, আগের থেকে জিনিসের দাম আরও সস্তা হয়ে গিয়েছে৷

hatibanga

মেট্রোপ্লাজা – যেদিকে তাকাবেন নতুন কিছু দেখতে পাবেন৷ সবেরই দাম সাধ্যের মধ্যে৷ আর কী চাই শপিং প্রেমীদের! এই কারণেই সস্তায় শপিংয়ের প্রয়োজন পড়লেই হো চি মিন সরণির এই স্থানে চলে আসতে পারেন৷

metro-plaza

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement