Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi flags off Vande Bharat Express

Vande Bharat Express: মোদি-মমতার হাত ধরেই পথচলা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের, সূচনার দিনও সঙ্গী বিতর্ক

বন্দে ভারত উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে লক্ষ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়া হয়।

PM Narendra Modi flags off Vande Bharat Express । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 30, 2022 11:44 am
  • Updated:December 30, 2022 4:53 pm  

সুব্রত বিশ্বাস ও নব্যেন্দু হাজরা: বাংলায় পথচলা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। ভারচুয়ালি রাজ্যের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলের সবুজ পতাকা হাতে ট্রেন যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতায় এসে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে শুক্রবার ভোররাতে মৃত্যু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির। মায়ের শেষকৃত্যে যোগ দিতে আহমেদাবাদে যান তিনি। তাই কলকাতায় আসতে পারেননি প্রধানমন্ত্রী। মাতৃহারা প্রধানমন্ত্রী কর্তব্যে অবিচল। বেলা ১১টা ৪০ মিনিটে ভারচুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেলের সবুজ পতাকা হাতে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। 

Advertisement

[আরও পড়ুন: পোস্তা থেকে ১৪ লক্ষ টাকা হাতিয়ে উধাও ব‌্যবসায়ীর বান্ধবী, গ্রেপ্তার আগরতলা থেকে]

BJP workers chanted 'Jai Sri Ram' slogan to see CM Mamata Banerjee in Howrah Station before Vande Bharat Express inauguration

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের আগে যদিও হাওড়া স্টেশনে বিশৃঙ্খলা তৈরি হয়। হাওড়ায় অতিথিদের জন্য  তৈরি মঞ্চে বসে থাকা বিজেপি সাংসদ, বিধায়করা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জোর গলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলতে থাকেন। তা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছনো মাত্র তাঁর শরীরী ভাষা বদলাতে থাকে। বোঝাই যায়, অত্যন্ত বিরক্ত, ক্ষুব্ধ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশৃঙ্খলার সঙ্গে সঙ্গেই তা সামলানোর চেষ্টা করেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা করেন রেলমন্ত্রী। যদিও শেষমেশ মঞ্চে ওঠেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দর্শকাসন থেকেই বক্তব্য রাখেন। অংশ নেন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানেও।  

Mamata-Banerjee

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরও সহজ হবে। মাত্র ৮ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। বন্দে ভারতের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনের গতি কতটা হবে, সেটা এখনও স্পষ্ট নয়। বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে বোলপুরে। এর পাশাপাশি মালদহ টাউন এবং বারসোই স্টেশনেও দাঁড়াবে এই এক্সপ্রেস ট্রেন। যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশ্বমানের ট্রেনগুলিকে টক্কর দিতে তৈরি বন্দে ভারত। ট্রেনটি পুরোটাই এসি চেয়ার কার। প্রতিটি আসন ৩৬০ ডিগ্রি ঘুরবে অর্থাৎ কোচে থাকবে রিভলবিং চেয়ার। খাওয়াদাওয়ার ব্যবস্থা রয়েছে ট্রেনের অন্দরেই।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘অরিজিতের অনুষ্ঠান নিয়ে শকুনের রাজনীতি চলছে’, তারিখ তুলে ধরে বিরোধীদের বিঁধলেন কুণাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement