Advertisement
Advertisement

Breaking News

PM Modi

রাম মন্দির উদ্বোধনের আগেই ব্রিগেডে মোদি? যোগ দিতে পারেন লক্ষ কণ্ঠের গীতা পাঠে

লোকসভার আগে হিন্দুত্বের জিগির তুলতে মরিয়া সংঘ!

PM Modi likely to attend brigade meeting in December | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 9, 2023 11:42 am
  • Updated:November 9, 2023 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। কালীপুজোর পরই হই হই করে প্রচারে মাঠে নামতে চলেছে রাজনৈতিক দলগুলি। সেই রাজনীতির গোলাবর্ষণের ভরা বাজারে ব্রিগেডে গীতা পাঠের আসর বসাতে চলেছে গেরুয়াপন্থী সংগঠন সনাতন সংস্কৃতি পরিষদ। চমকপ্রদ বিষয় হল, সেই গীতা পাঠের আসরে উপস্থিত থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। তাদের জোরালো দাবি, ওই অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাঁদের দেওয়া হয়নি। 

আগামী ২৪ ডিসেম্বর ‘গীতাজয়ন্তী’ উপলক্ষে ব্রিগেডে বিশাল গীতাপাঠের অনুষ্ঠান করতে চলেছে ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ঘনিষ্ট এই ধর্মীয় সংগঠন সুত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর অন্তত এক লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। এই আসরে দ্বারকার শংকরাচার্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisement

[আরও পড়ুন: ‘দীপাবলিতে পণবন্দিদের জন্য একটি প্রদীপ জ্বালান’, ভারতবাসীকে অনুরোধ ইজরায়েলের রাষ্ট্রদূতের]

আসরের অন‌্যতম উদ্যোক্তা ভারত সেবাশ্রম সংঘের সন্ন‌্যাসী বন্ধুগৌরব মহারাজ জানিয়েছেন, ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। এক লক্ষ সমবেত কন্ঠে এই পাঠ হবে। তাতে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, তাহলে সেটা অন্য মাত্রা পাবে তাতে সন্দেহ নেই। এমনিতেই লোকসভা ভোটের (Lok Sabha) ভরা মরশুমে এভাবে লক্ষ মানুষের জমায়েতের আসর বসিয়ে গীতা পাঠ কর্মসূচির পিছনে ‘অন‌্যরকম’ গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। তার উপর যদি স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, তাহলে রাজ্যবাসীর মনে হিন্দুত্বের জিগির বেশ ভালোভাবেই তুলে দেওয়া যাবে।

[আরও পড়ুন: মোদি-আদানির বিরুদ্ধে মুখ খুললেই ‘শ্বাসরোধ’, মহুয়ার পাশে অধীর-সুজনরা]

তবে শুধু মোদিকে নয়, ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে রাজ‌্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) কাছেও। ডাক পাচ্ছেন নওশাদ সিদ্দিকি, বিকাশ ভট্টাচার্য-সহ রাজ্যের সব সাংসদ ও বিধায়করাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement