Advertisement
Advertisement

Breaking News

বাইক দুর্ঘটনা ঘটিয়ে লুঠ

অপরাধের নতুন ট্রেন্ড, ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা ঘটিয়ে স্কুটি আরোহীর টাকা লুঠ

'পরিকল্পিত' দুর্ঘটনায় ব্যবসায়ীর ডান পা ভেঙে গিয়েছে।

'Planned' accident on flyover to loot from scooty rider
Published by: Sucheta Sengupta
  • Posted:November 11, 2019 9:54 am
  • Updated:November 11, 2019 9:54 am  

অর্ণব আইচ: ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিল স্কুটি। হঠাৎই চালক দেখেন, তাঁর দু’পাশ দিয়ে প্রায় একই গতিতে চলেছে দু’টি বাইক। একটি বাইক স্কুটিটিকে হঠাৎ সজোরে ধাক্কা দেয়। স্কুটি চালক ছিটকে রাস্তার উপর পড়ে যান। আর সেই সুযোগে তাঁর টাকা ভরতি ব্যাগ লুঠ করে দ্রুতগতিতে চম্পট দেয় বাইক আরোহীরা।
পুরো যেন সিনেমার অ্যাকশন দৃশ্য। দুর্ঘটনা ঘটানোর মাধ্যমে পরিকল্পনা করে লুঠপাট। গার্ডেনরিচ ফ্লাইওভারের উপর বাইক দিয়ে স্কুটি দুর্ঘটনা ঘটিয়ে এক ব্যবসায়ীর দু’লাখ টাকা লুঠ করে পালাল কয়েকজন দুষ্কৃতী। ব্যাপারটা নজরে আসার পর পুলিশের এক কর্তা জানান, এই ধরনের অপরাধ শহরে একেবারে নতুন বললেই চলে।

[আরও পড়ুন: ‘গরুর চেয়েও কম বোঝে গাধারা’, গোতত্ব সমালোচকদের পালটা জবাব দিলীপের]

এর আগে দুর্ঘটনা ঘটিয়ে অ্যাপ ক্যাব থামিয়ে লুঠপাটের ঘটনা ঘটেছে শহরে। কিন্তু বাইকের দুর্ঘটনার আড়ালে এভাবে লুঠপাটের ঘটনা এর আগে শহরে হয়নি বললেই চলেছ। তাই এই নতুন ‘ট্রেন্ড’ ভাবাচ্ছে পুলিশকে। কারণ, এই ধরনের লুঠপাটের ফলে স্কুটি আরোহীর পা ভেঙে যায়। রাস্তার উপর যেভাবে এই গ্যাংটি এই সংগঠিত অপরাধ করছে, তাতে কারও প্রাণহানি হওয়াও আশ্চর্যের নয়। পশ্চিম বন্দর থানায় এই বিষয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, মেটিয়াবুরুজে রয়েছে ওই ব্যবসায়ী সুরেশশংকর আগরওয়ালের কারখানা। কাজের শেষে সন্ধে সাতটা নাগাদ তিনি কারখানা থেকে স্কুটি চালিয়ে বের হন। নিউ আলিপুরে তাঁর নিজের বাড়িতে ফিরছিলেন। গার্ডেনরিচ ফ্লাইওভারে ওঠার পর বুঝতে পারেন যে, দু’টি বাইক তাঁর পিছু নিয়েছে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু বাইক দু’টি তাঁর দু’পাশে একই গতিতে চলতে শুরু করে। একটি বাইক তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা দেয়। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ডান পায়ে এতটাই যন্ত্রণা হয় যে, চিৎকার করে ওঠেন।

Advertisement

[আরও পড়ুন: মদের আসরে বচসা, খাস কলকাতায় বন্ধুর হাতে খুন যুবক]

এর মধ্যেই বাইক থেকে নেমে পড়ে দুই আরোহী। তারা স্কুটি থেকে সুরেশের ব্যাগ লুঠ করে পালিয়ে যায়। ব্যাগে ছিল দু’লাখ টাকা ও প্রয়োজনীয় নথিপত্র। চোখের সামনে এই ঘটনা ঘটতে থাকলেও ব্যবসায়ী প্রচণ্ড যন্ত্রণা নিয়ে উঠতে পারেননি। দুর্ঘটনা ঘটার খবর পুলিশের কাছে যায়। পশ্চিম বন্দর থানার পুলিশ গার্ডেনরিচ ফ্লাইওভার থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসার পর তাঁকে জানানো হয় যে, তাঁর ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। গার্ডেনরিচ ফ্লাইওভারের সিসিটিভির সূত্র ধরে তদন্ত চলছে। পুলিশের ধারণা, ব্যবসায়ীর কাছে টাকা আছে জেনে দুষ্কৃতীরা বাইক নিয়ে তাঁর পিছু নেয়। দুষ্কৃতীরা বন্দর অথবা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে মনে করছেন তদন্তকারীরা। বাইকের সূত্র ধরে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে পুলিশের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement