Advertisement
Advertisement

Breaking News

Paresh Adhikari

রাজ্য মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবি, হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।

PIL issued at Calcutta High Court to remove Paresh Adhikari from cabinet । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2022 12:57 pm
  • Updated:August 3, 2022 1:48 pm  

গোবিন্দ রায়: এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সরানোর দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে প্রদীপ্ত অর্জুন নামে জনৈক এক ব্যক্তি মামলা দায়ের করেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।

মামলাকারী প্রদীপ্ত অর্জুনের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি পরেশ অধিকারীর নামও জড়িয়েছে। তাঁর মেয়ে চাকরি হারিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে, কেন পরেশ অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না? রাজ্যের এই যুক্তি দেখিয়েই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানোর দাবি জানিয়েছেন মামলাকারী।

Advertisement

[আরও পড়ুন: ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়িতে উদ্ধার ৪৯ লক্ষ টাকা, CID-র তল্লাশিতে বাধা দিল দিল্লি পুলিশ]

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী একাধিকবার নিজাম প্যালেসে যান। দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা ‘বেআইনি’ভাবে চাকরি পেয়েছেন বলেই দাবি হাই কোর্টের। সেই মতো তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দু’দফায় ৪১ মাসের প্রাপ্ত বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর বুধবার বিকেলেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী মন্ত্রিত্ব হারাতে পারেন। তবে আদৌ এই জল্পনা সত্যি কিনা, সেই তথ্য জানা যাবে বিকেল চারটের পর। রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখ কারা? কে-ই বা বাদ পড়তে চলেছেন? সেদিকেই নজর সকলের।

[আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বাদ পড়ছেন এঁরা! আজই শপথ নেবেন কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement