Advertisement
Advertisement

বাড়ল পেট্রোলের দাম, ডিজেলের দাম কমল

বেড়ে, কমে কত হল পেট্রোল, ডিজেলের দাম?

Petrol Price Hiked By 28 Paise/Litre, Diesel Cut By 7 Paise

বেড়ে, কমে কত হল পেট্রোল, ডিজেলের দাম?

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 10:26 am
  • Updated:October 1, 2016 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ফের এক দফা বাড়ল পেট্রোলের দাম৷ লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা৷ দাম বেড়ে কলকাতায় পেট্রোলের নয়া মূল্য ৬৭.৬১ টাকা৷ অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম কমল ৬ পয়সা৷ দাম কমে কলকাতায় ডিজেলের নতুন মূল্য ৫৪.৮৩ টাকা৷ শুক্রবার মধ্যরাত থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে৷
প্রসঙ্গত, জুলাই মাসের পর চার বার কমেছিল পেট্রোল ও ডিজেলের দাম। পয়লা জুলাই পেট্রোলের দাম কমেছিল লিটার পিছু ৮৯ পয়সা এবং ডিজেলের দাম কমেছিল লিটার পিছু ৪৯ পয়সা। ১৬ জুলাই ফের কমেছিল দাম। সে বার লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের দাম কমেছিল যথাক্রমে ২.২৫ টাকা এবং ৪২ পয়সা। আবার, আগস্ট মাসের শুরুতেই লিটার পিছু পেট্রোলের দাম কমেছিল ১.৪২ টাকা এবং ডিজেলের দাম কমেছিল লিটার পিছু ২.০১ টাকা। আর আগস্টের মাঝামাঝি লিটার পিছু পেট্রোলের দাম কমেছিল ১ টাকা। ডিজেলের দাম লিটার পিছু কমেছিল ২ টাকা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement