Advertisement
Advertisement

Breaking News

আরও মহার্ঘ জ্বালানি, কলকাতায় পেট্রল পেরল ৮২ টাকার গণ্ডি

গত দু’সপ্তাহে লাগাতার দাম বৃদ্ধির জেরে চূড়ান্ত সমস্যায় আমজনতা৷

Petrol, diesel prices break fresh records
Published by: Kumaresh Halder
  • Posted:September 6, 2018 1:55 pm
  • Updated:September 6, 2018 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারও অব্যাহত জ্বালানি যন্ত্রণা৷ আরও একবার লাফিয়ে বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ শহর কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল সাড়ে ৮২ টাকার কাছাকাছি৷ শহরের বাজারে ডিজেল বিকোচ্ছে প্রায় সাড়ে ৭৪ টাকা৷ গত দু’সপ্তাহে লাগাতার দাম বৃদ্ধির জেরে চূড়ান্ত সমস্যায় পড়েছেন আমজনতা৷ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা ঘুম উড়িয়েছে নিম্ন মধ্যবিত্ত জনতার৷

[সমকামিতা কোনও অপরাধ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানীর তেলের খোলাবাজারেও তার প্রভাব পড়েছে৷ দিল্লিতে পেট্রলের দাম দাঁড়িয়ে ৭৯.৫১ টাকা৷ ডিজেল বিকোচ্ছে ৭১.৫৫ টাকা প্রতিলিটার৷ নয়া এই দাম কার্যকর হওয়ায় এখন থেকে পেট্রলে লিটার পিছু ২০ পয়সা ও ডিজেল পিছু ২১ পয়সা অতিরিক্ত গুনতে হচ্ছে রাজধানীর বাসিন্দাদের৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে তেলের দাম বেড়েছে অনেকটাই৷ পেট্রলের দাম ৮৭ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ লাফিয়ে বেড়েছে ডিজেলের দাম৷ ৭৬ টাকা প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে মুম্বইয়ের খোলা বাজারে৷

Advertisement

[‘কদলী প্রজাতন্ত্র’ হতে চলেছে দেশ, বিজেপিকে তোপ শিব সেনার  ]

দিল্লি-মুম্বইয়ের সঙ্গে জ্বালানি যন্ত্রণা বাড়ছে কলকাতা ও চেন্নাইয়ে৷ শহর কলকাতায় পেট্রলের দাম দাঁড়াল ৮২.২২ টাকার কাছাকাছি৷ শহরের বাজারে ডিজেল বিকোচ্ছে প্রায় সাড়ে ৭৪.১৯ টাকা৷ দেশজুড়ে লাগামছাড়া তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে সংবাদমাধ্যমে সাফাই গেয়েছেন পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ এদিন মন্ত্রী বলেন, ‘‘বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে৷’’

[কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি দোভালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement