Advertisement
Advertisement

রবিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পকেটে টান গৃহস্থের

কতটা বাড়ল দাম, এক নজরে দেখে নিন৷

Petrol and Diesel prices go up again

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:September 9, 2018 9:05 am
  • Updated:September 9, 2018 9:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ এই নিয়ে একটানা চারদিন মহার্ঘ জ্বালানি৷ পেট্রলের দাম বাড়ল লিটারে ১২ পয়সা৷ লিটার প্রতি ১০ পয়সা দাম বেড়েছে ডিজেলের৷ রবিবার কলকাতায় পেট্রলের দাম ৮৩ টাকা ৩৯ পয়সা এবং ডিজেলের দাম ৭৫ টাকা ৪৬ পয়সা৷

[বাম সরকারের গাফিলতিতেই ভঙ্গুর হয়েছিল সেতু, ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্য]

দিল্লিতে পেট্রলের দাম আশির গণ্ডি পেরিয়েছে৷ রবিবার রাজধানীবাসীকে পেট্রল কিনতে গেলে লিটার প্রতি দিতে হবে ৮০ টাকা ৫০ পয়সা৷ মুম্বইয়ে পেট্রলের দাম ৮৭ টাকা ৮৯ পয়সা৷ লিটার প্রতি ৮৩ টাকা ৬৬ পয়সা দরে চেন্নাইয়ে বিক্রি হচ্ছে পেট্রল৷ শনিবারের তুলনায় রবিবার কলকাতায় ১২ পয়সা দাম বেড়েছে পেট্রলের৷ ডিজেলের দাম বেড়েছে ১০ পয়সা৷ কেবল পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ পাশাপাশি, ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ পতন হয়েছে টাকার মূল্যে৷ ফলে, সংসার চালাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের৷ কবে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি মিলবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে৷

Advertisement
                     শহর 

  দাম (প্রতি লিটার)

                     দিল্লি  ৮০ টাকা ৫০ পয়সা
                     মুম্বই  ৮৭ টাকা ৮৯ পয়সা
                    চেন্নাই  ৮৩ টাকা ৬৬ পয়সা 

 

[লাগামহীন জ্বালানির মূল্য, শনিবারও দাম বাড়ল পেট্রল-ডিজেলের]

জ্বালানির এই মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই নিজেদের কাঁধ থেকে দায় ঝাড়তে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ তাঁদের দাবি, আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবই পড়েছে দেশীয় বাজারে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরেই পেট্রল-ডিজেল মহার্ঘ বলে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ যদিও সরকারের এই স্তুতিকে কোনওমতেই মানছেন না বিরোধীরা৷ ইতিমধ্যেই জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তারা৷ সোমবার, ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বামেরা৷ জ্বালানির মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকারকে যথেষ্ট চাপে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement