ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ এই নিয়ে একটানা চারদিন মহার্ঘ জ্বালানি৷ পেট্রলের দাম বাড়ল লিটারে ১২ পয়সা৷ লিটার প্রতি ১০ পয়সা দাম বেড়েছে ডিজেলের৷ রবিবার কলকাতায় পেট্রলের দাম ৮৩ টাকা ৩৯ পয়সা এবং ডিজেলের দাম ৭৫ টাকা ৪৬ পয়সা৷
দিল্লিতে পেট্রলের দাম আশির গণ্ডি পেরিয়েছে৷ রবিবার রাজধানীবাসীকে পেট্রল কিনতে গেলে লিটার প্রতি দিতে হবে ৮০ টাকা ৫০ পয়সা৷ মুম্বইয়ে পেট্রলের দাম ৮৭ টাকা ৮৯ পয়সা৷ লিটার প্রতি ৮৩ টাকা ৬৬ পয়সা দরে চেন্নাইয়ে বিক্রি হচ্ছে পেট্রল৷ শনিবারের তুলনায় রবিবার কলকাতায় ১২ পয়সা দাম বেড়েছে পেট্রলের৷ ডিজেলের দাম বেড়েছে ১০ পয়সা৷ কেবল পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ পাশাপাশি, ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ পতন হয়েছে টাকার মূল্যে৷ ফলে, সংসার চালাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের৷ কবে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি মিলবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে৷
শহর |
দাম (প্রতি লিটার) |
দিল্লি | ৮০ টাকা ৫০ পয়সা |
মুম্বই | ৮৭ টাকা ৮৯ পয়সা |
চেন্নাই | ৮৩ টাকা ৬৬ পয়সা |
Petrol & Diesel prices in #Delhi are Rs.80.50 per litre & Rs.72.61 per litre, respectively. Petrol & Diesel prices in #Mumbai are Rs.87.89 per litre & Rs.77.09 per litre, respectively. pic.twitter.com/2mBXMtZwVv
— ANI (@ANI) September 9, 2018
জ্বালানির এই মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই নিজেদের কাঁধ থেকে দায় ঝাড়তে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ তাঁদের দাবি, আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবই পড়েছে দেশীয় বাজারে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জেরেই পেট্রল-ডিজেল মহার্ঘ বলে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ যদিও সরকারের এই স্তুতিকে কোনওমতেই মানছেন না বিরোধীরা৷ ইতিমধ্যেই জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তারা৷ সোমবার, ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বামেরা৷ জ্বালানির মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকারকে যথেষ্ট চাপে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.