Advertisement
Advertisement
মমতা

‘চোরদের দলে রাখব না’, কাউন্সিলরদের বৈঠকে ফের চূড়ান্ত হুঁশিয়ারি মমতার

কাউন্সিলরদের পারফরম্যান্সের ভিত্তিতে আগামী পুরভোটে টিকিট, ঘোষণা মমতার৷

Perform or perish, Mamata's stern warning to councilors
Published by: Sucheta Sengupta
  • Posted:June 18, 2019 2:03 pm
  • Updated:June 18, 2019 2:16 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দলের ভুল ছিল অনেক৷ সেসব দ্রুত শুধরে ফের লড়াইয়ে ফিরতে হবে৷ জনগণের সম্পত্তিকে নিজের নামে করে নেওয়ার মতো অপরাধে যথাযোগ্য শাস্তি হবে৷ মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্যের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্পষ্ট বললেন, ‘চুরি করে দলবদলের খেলা খেললে, ছাড় পাবেন না কেউ৷ কাউন্সিলরদের পারফরম্যান্স দেখে, হাতে হাতে টিকিট দেওয়া হবে৷’

[আরও পড়ুন: দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে দমদমে বন্ধ অটো, দুর্ভোগে যাত্রীরা]

লোকসভা ভোট শেষ হতে না হতেই রাজ্যে আসন্ন পুরভোট৷ ইতিমধ্যেই লোকসভার ফলাফলের নিরিখে বিভিন্ন পুরসভায় ভাঙন স্পষ্ট৷ ভাটপাড়া, কাঁচরাপাড়া, নৈহাটি, গাড়ুলিয়া, বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার বহু পুরসভা থেকে কাউন্সিলররা নাম লিখিয়েছেন বিজেপিতে৷ বকলমে সেসব পুরসভা বিজেপির দখলেই চলে গিয়েছে৷ এসব দেখে নড়েচড়ে বসেছেন দল৷ ভাঙন রুখতেই এদিন কাউন্সিলরদের নজরুল মঞ্চের আলোচনায় ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখানেই দিলেন কড়া দাওয়াই৷

Advertisement

সদ্যসমাপ্ত ভোটে নিজের নিজের এলাকা থেকে প্রার্থীদের জেতানোর দায়িত্ব ছিল কাউন্সিলরদের উপর৷ যারা সরাসরি এলাকাবাসীর সঙ্গে জনসংযোগের কাজ, উন্নয়নের কাজ করে থাকেন৷ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বারবার করে সকলকে সতর্ক করেছিলেন, নিজের ওয়ার্ডে প্রার্থীকে লিড দেওয়া একটা চ্যালেঞ্জ৷ কিন্তু ভোটের ফলাফলের পর দেখা গিয়েছে, অনেক জায়গাতেই ভরাডুবি৷ আর তাই কাউন্সিলরদের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের৷ সেসব নিয়ে আলোচনা করতেই আজকের বৈঠক৷

[আরও পড়ুন: হুডিনি হতে চেয়েছিলেন ম্যানড্রেক, রেকর্ড ভাঙতে গিয়ে দীর্ঘ মৃত্যুমিছিল]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাউন্সিলররা প্রোমোটিংয়ে বেশি আগ্রহী৷ অনেকে এলাকার কাজই করছেন না৷ তাতে দলের দুর্নাম হচ্ছে৷ নিজেদের নামে সম্পত্তি করে নিয়েছেন৷ ফিরহাদকে বলেছি, সবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পরীক্ষা করে দেখতে৷ যারা অন্য দলে যাওয়ার, এখনই চলে যান৷ ১ জন গেলে, ৫০০ জন তৈরি করব৷ চোরদের জায়গা নেই দলে৷’ স্বীকার করে নেন, গত বিধানসভা ভোটে বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসুকে টিকিট না দেওয়া দলের ভুল হয়েছিল৷ এদিন ফের ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলে ইভিএমের বদলে ব্যালটে ভোট করানোর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বৈঠকের পর কাউন্সিলরদের উদ্দেশে একটি চিঠিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷

mamata-letter

ছবি: পিন্টু প্রধান

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement