Advertisement
Advertisement
kolkata metro

পুজোর মরশুমে বাড়তি পরিষেবা, যাত্রীদের সুবিধায় আগামী সপ্তাহ থেকে আরও বাড়ছে মেট্রো

জেনে নিন, সোমবার থেকে কতক্ষণ অন্তর পাওয়া যাবে মেট্রো?

Metro Railway Kolkata to provide more trains from next week
Published by: Sucheta Sengupta
  • Posted:September 30, 2021 3:08 pm
  • Updated:September 30, 2021 6:30 pm  

নব্যেন্দু হাজরা: আগামী সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হচ্ছে পুজোর (Durga Puja 2021) মরশুম। কুমোরপাড়ায় যেমন শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে, তেমনই পুজোর শেষবেলার কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়বেন আমজনতাও। তাই তাঁদের সুবিধার কথা মাথায় রেখে আগামী সপ্তাহ থেকে বাড়ছে মেট্রোর (Metro) সংখ্যা। সোমবার থেকে দিনে ২৬৬ টি মেট্রো চলবে। এর আগে দিনে মোট মেট্রোর সংখ্যা ছিল ২৫৬টি। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নতুন সময়সূচির কথা জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

Kolkata Metro

Advertisement

যদিও দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল আসেনি। সকাল সাড়ে ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। একই সময়ে মেট্রো ছাড়বে দমদম থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে। ১৬৭টি ট্রেন পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য। আগে ১৪৮ টি মেট্রো চলত। দিনের ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মিলবে পরিষেবা। প্রতিটি প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রোটি পাওয়া যাবে রাত সাড়ে ৯টায়। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। রবিবার অবশ্য মেট্রো পরিষেবা থাকবে আগের মতোই। সেইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন নেই।

[আরও পড়ুন: সেরার সেরা বাংলা! সার্জারির প্রবেশিকায় শীর্ষে অমর্ত্য]

এই মুহূ্র্তে অফিস টাইমে ৫ মিনিট পরপর মেট্রো পাওয়া গেলেও, তার বাইরে মেট্রোর সময়ের ব্যবধান বাড়ছিল। দুপুর ১২টার পর থেকে ৬ বা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাচ্ছে। কিন্তু সোমবার থেকে তা অনেক মসৃণ হতে চলেছে। দিনের বেশিরভাগ সময়ে মেট্রো মিলবে ৫ মিনিট পরপর। কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও কোনও টোকেন দেওয়া হবে না কাউন্টার থেকে। যাত্রীদের স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করতে হবে। মেনে চলতে হবে কোভিডবিধি (COVID-19)। প্রতিটি মেট্রো স্টেশনে স্যানিটাইজার রাখা হবে। যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কি না, সে বিষয়েও কড়া নজর রাখা হবে।

[আরও পড়ুন: ভোটের আগের রাতে ইন্দ্রনীল সেনের বাড়িতে গানের আসরে মমতা বন্দ্যোপাধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement