Advertisement
Advertisement

Breaking News

Pen Mahotsav

দেশের সবচেয়ে দামি পেন, মোদির একলাখি কলমও এখন কলকাতায়, সুযোগ মালিক হওয়ারও!

মহানগরে চলছে পেন মহোৎসব।

Pen Mahotsav: festival in Kolkata to showcase

ছবি: অমিত মৌলিক

Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2025 12:21 pm
  • Updated:April 5, 2025 12:22 pm  

অভিরূপ দাস: ম ব্লাঁ মাইস্টারস্টাক ১৪৯। পেনের এই মডেলের নাম শুনে থমকে দাঁড়িয়ে পড়েন কলমবিলাসী। ‘‘এই ফাউন্টেন পেনই তো শোভা পায় প্রধানমন্ত্রীর কোটের পকেটে।’’ লন্ডন থেকে হালের মরিশাস, দেশের প্রধানমন্ত্রী একের পর এক মউ স্বাক্ষর করেছেন যে পেন দিয়ে তা এখন শহর কলকাতায়। মোদির মনপসন্দ সে কলম স্রেফ দেখার জন‌্য নয়, সুযোগ রয়েছে তার মালিক হওয়ারও। নিজের পকেটে রাখতে গেলে খরচ করতে হবে কড়কড়ে প্রায় এক লক্ষ, বলা ভালো ৯৬ হাজার টাকা!

পেন বিশেষজ্ঞরা বলছেন, ম ব্লঁার এই মডেল অত‌্যন্ত জনপ্রিয়। বহু দেশের রাষ্ট্রপ্রধান ব‌্যবহার করেন এই পেন। বিশেষত্ব? পেনের ঢাকনা খুললেই চোখ ধাঁধিয়ে যাবে। যেমন তেমন ভাবে নয়, এ পেন রাখতে হবে লোহার সিন্দুকে! কারণ? পেনের নিব যে ১৮ ক‌্যারেট সোনা দিয়ে তৈরি। হ‌্যান্ড ক্রাফ্টেড গোল্ডের তৈরি সে নিবে আলো পড়লে চোখ ধাঁধিয়ে যায়। গোটা পেনের উপর প্ল‌্যাটিনাম প্লেটিং। ‘পিস্টন ফিলার’ পদ্ধতিতে কালি ভরতে হয় এই ফাউন্টেন পেনে। ম ব্লঁার সে কালির দামও অনেক। মাত্র ৭০ এমএল কালির দাম কয়েক হাজার টাকা।

Advertisement
মোদির কলম ম ব্লাঁ মাইস্টারস্টাক ১৪৯। ছবি: অমিত মৌলিক

বিক্রেতারা বলছেন, এত পেলব আর মসৃণ কলম পৃথিবীতে বড় একটা নেই। শুধু নরেন্দ্র মোদি নয়, এই পেনেই কালজয়ী গান লেখেন গুলজার। স্লামডগ মিলিয়োনেয়ারের অস্কারজয়ী সঙ্গীত ‘জয় হো’ গান এই সোনার নিবেই লিখেছেন বিশ্ববন্দিত গীতিকার। অমূল‌্য সে কলম একবার হাতে নিয়ে দেখতে আইসিসিআর অডিটোরিয়ামে হুড়োহুড়ি। সেখানেই চলছে শহরের উৎসবের ক‌্যালেন্ডারের নয়া সংযোজন ‘ফাউন্টেন পেন ফেস্টিভ্যাল।’ যেখানে রয়েছে দেশের সবচেয়ে দামি পেনও। যা কিনতে গেলে এত টাকা লাগবে, তাতে দিবি‌্য মালিক হওয়া যাবে একটা আস্ত এসইউভি গাড়ির।

‘ওয়াজির ফাউন্টেন’ স্টলের সেলসগার্ল ভিনিশা জানিয়েছেন, ম ব্লঁার বহুমূল‌্য সে পেনের দাম ১৫ লক্ষ‌ টাকা! ম ব্লাঁ সংস্থার তৈরি এই পেনের কোনও মডেল নম্বর নেই। কারণ, গোটা দেশে এই পেন রয়েছে মাত্র একটাই। সারা পৃথিবীতে মেরেকেটে গোটা পঞ্চাশ। সাদা সোনা (হোয়াইট গোল্ড) দিয়ে তৈরি এই পেনের নিব। যার গায়ে অ‌্যালবার্ট আইনস্টাইনের নিজের হাতের লেখা এমব্লেম করা! লন্ডনের স্টকহোমের নোবেল মিউজিয়াম থেকে আইনস্টাইনের হাতের লেখা তুলে তা এমব্লেম করা হয়েছে এই কলমে।

দেশের সবচেয়ে দামি ফাউন্টেন পেন। ছবি: অমিত মৌলিক

এমনই সব বহুমূল‌্য কলমের ছড়াছড়ি আইসিসিআরে। তা দেখতে উপচে পড়ছে ভিড়। কেনার ইচ্ছাও প্রকাশ করছেন অনেকে। যে টাকায় গাড়ি কেনা যায় সে টাকায় সামান‌্য লেখার কলম! পেন বিক্রেতারা বলছেন, এমন সব পেনের জন‌্য আলাদাই টান পেন-প্রেমীদের। বিশেষ করে খুদেদেরও। মন্টেগ্রাপার জিরো জিরো সেভেন যেমন। কোনও রক্তমাংসের মানুষ নন। কাল্পনিক চরিত্র জেমস বন্ডের ব‌্যবহৃত এই পেন নিয়েও আগ্রহ তুঙ্গে আমজনতার। ইয়ান ফ্লেমিংয়ের তৈরি চরিত্র ‘জেমস বন্ড’ ব‌্যবহার করতেন মন্টেগ্রাপা। ইটালীয় ব্র‌্যান্ড ইতিমধ্যেই বাজারে এনেছে তাদের জিরো জিরো সেভেন সংস্করণ। তার নিবও তৈরি ১৮ ক‌্যারেট গোল্ড দিয়ে। দাম? ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এই উৎসব চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement