অর্ণব আইচ: সুস্থ হওয়ার জন্য ভরতি হয়েছিলেন নার্সিংহোমে।কিন্তু জুটল নার্সের চড়! দেশপ্রিয় পার্কের একটি নার্সিংহোমে আক্রান্ত বৃদ্ধ। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, ওই নার্সিংহোমে যাঁরা নার্সিং করেন, তাঁরা কেউই প্রশিক্ষণপ্রান্ত নার্স নন। সকলেই আয়া।
[ম্যানেজমেন্ট ছাত্রের মৃত্যুতে নয়া মোড়, জোরাল হচ্ছে আত্মহত্যার তত্ত্ব]
বয়স আশি পেরিয়েছে। শীতের মুখে শ্বাসকষ্টে ভুগছিলেন সঞ্জয় রায় নামে এক ব্যক্তি। তাঁকে দেশপ্রিয় পার্কের একটি নার্সিংহোমে ভরতি করেছেন পরিবারের লোকের। বেশ কয়েকদিন চিকিৎসা চলছে সঞ্জয়বাবুর। তিনি এখনও সুস্থ নন। পরিবারের লোকেদের দাবি, ঠিকমতো দেখভাল করা তো দূর অস্ত, ওই বৃদ্ধকে চড় মেরেছেন নার্সিংহোমের এক নার্স। রবিবার সকালে স্বামীকে দেখতে নার্সিংহোমে গিয়েছিলেন সঞ্জয় রায়ের স্ত্রী। তাঁকে সঞ্জয়বাবু নিজেই সেকথা জানিয়েছেন। পরে ঘটনাটি জানতে পারেন সঞ্জয় রায়ের ছেলেও। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
দেশপ্রিয় পার্কের ওই নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবারের লোকেরা। তাঁদের দাবি, ওই নার্সিংহোমের কোনও নার্সই প্রশিক্ষণপ্রাপ্ত নন। আয়াদের দিয়ে নার্সের কাজ করাচ্ছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ১০ বেডের নার্সিংহোম খোলার লাইন্সেস দিয়েছে কলকাতা পুরসভা।নার্সিংহোমে বেড চল্লিশটি! এদিকে বৃদ্ধ রোগীকে নার্সের চড় মারার ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
[ ৫ রাজ্যের ভোট মিটলেই প্রার্থী ঘোষণা, লোকসভার প্রস্তুতিতে বঙ্গ বিজেপি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.