ছবি: প্রতীকী
অর্ণব আইচ: অপারেশন থিয়েটারেও সুরক্ষিত নন মহিলারা! এবার সে উদাহরণই উঠে এল শিরোনামে। কলকাতার এক নামী হাসপাতালে অস্ত্রোপচারের পর শ্লীলতাহানির শিকার হলেন এক রোগী। ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন বছর চল্লিশের ওই মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গলব্লাডারে অস্ত্রোপচারের জন্য বাইপাসের ধারের এক নামী হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই মহিলা। গতকাল, বৃহস্পতিবার সকালে তাঁকে কেবিন থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তাঁকে অচেতন করা হয়। ঘণ্টা দুয়েক পর অস্ত্রোপচার শেষ হয়। অ্যানাস্থেশিয়া দেওয়ার কারণে তখনও ঘোরের মধ্যে ছিলেন তিনি। সেই অবস্থাতেই অনুভব করেন, কেউ একজন তাঁর শরীরের গোপনাঙ্গে আপত্তিকর ভাবে স্পর্শ করছে। তাঁর শ্লীলতাহানি করা হচ্ছে।
শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে ওই মহিলা জানান, “বুঝতে পারছিলাম আমার ডানদিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমার শরীরে হাত দিচ্ছে। ভীষণ ব্যথাও পাই। যখন পুরোপুরি জ্ঞান ফেরে তখন বুঝতে পারি বিষয়টা। এমনকী আমার গোপনাঙ্গে কালশীটের দাগও রয়েছে।” পুলিশকে তিনি আরও জানান, ঘটনার সময় কোনও মহিলা হাসপাতাল কর্মী তাঁর আশপাশে ছিলেন না।
ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ফুলবাগান থানার পুলিশ। হাসপাতালের ওই অপারেশন থিয়েটারের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই রোগীর অস্ত্রোপচারে কারা ডিউটিতে ছিলেন, তাও খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু গোটা ঘটনায় এখনও ট্রমার মধ্যে রয়েছেন ওই মহিলা। বলছেন, “অপারেশন থিয়েটারের ভিতর আমার সঙ্গে আর কী কী হয়েছে, বুঝতে পারছি না। কিন্তু আমার বুকের উপরের দাগটা অত্যন্ত স্পষ্ট।” যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এহেন ঘটনা আরও একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল বইকী!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.