Advertisement
Advertisement

অগ্নিকাণ্ডের জের, মেডিক্যাল কলেজে রোগী ভরতিতে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

জরুরি বিভাগে পরিষেবা স্বাভাবিক৷

Patient admission restricted in Medical college due to fire

ছবি: পিন্টু প্রধান

Published by: Tanumoy Ghosal
  • Posted:October 4, 2018 10:00 am
  • Updated:October 4, 2018 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিকাণ্ডের আতঙ্কে কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল৷ বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে পরিষেবা স্বাভাবিক৷ তবে হাসপাতালে রোগীর ভরতির নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ ইন্ডোরের দুটি বিভাগে এখনও দমকল রোগী ভরতির অনুমতি দেয়নি বলে জানা গিয়েছে৷ এদিকে মেডিক্যাল কলেজে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়৷ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা খারিজ করে দিয়েছে সিইএসএ৷ বুধবার ফের ফরেনসিক বিশেষজ্ঞরা হাসপাতালে যাবেন বলে খবর৷

[কপালের স্টিকার দেখে রোগীর চিকিৎসা চলছে মেডিক্যালে]

Advertisement

আমরির পর ফের এবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল৷ ফের শহরের হাসপাতালে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷ বুধবার হাসপাতালের এমসিএইচ বিল্ডিংয়ে ফার্মাসি বা ন্যায্যমূল্যের ওষুধের দোকানে আগুন লেগে যায়৷ কালো ধোঁয়ার ঢেকে যায় হাসপাতাল চত্বরে৷ এমসিএইচ বিল্ডিংয়ে কাছে মেডিসিন ওয়ার্ড৷ সেখানে ক্যানসার রোগীদের চিকিৎসা হয়৷ প্রবল ধোঁয়া শ্বাসকষ্ট শুরু হয়ে যায় রোগীদের৷ সবমিলিয়ে তখন রীতিমতো পরিবেশ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ তবে রোগীদের সকলেই নিরাপদেব হাসপাতালে বের করে আনা সম্ভব হয়৷ এমসিএইচ বিল্ডিং থেকে সরিয়ে নিয়ে যাওয়া ২৫০ জন রোগীকে৷ শেষপর্যন্ত দমকলের দশটি ইঞ্জিন মেডিক্যাল কলেজে আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্নিকাণ্ডে হাসপাতালে মজুত প্রায় পাঁচ কোটি টাকার ওষধু নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷  

মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের পর ২৫ ঘণ্টা পেরিয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে ভিড় করেছেন রোগীরা৷ সবকটি বিভাগে বর্হিবিভাগে পরিষেবা স্বাভাবিক৷ খোলা জরুরি বিভাগে৷ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ইন্ডোর দুটি বিভাগে এখনও রোগী ভরতির অনুমতি দেয়নি দমকল৷ তাই বৃহস্পতিবার ভরতির ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ করা হবে৷ আপাতত হাসপাতাল যা ওষুধ আছে, তাতে এক সপ্তাহ পরিষেবা দেওয়া যাবে বলে দাবি করা হয়েছে৷ এদিকে বুধবার সকাল যে এমসিএইচ বিল্ডিং আগুন লেগেছিল, সেই বিল্ডিংয়ে ৯০ শতাংশ রোগীকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে৷

[ দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের তদন্তে বিশেষ কমিটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement