Advertisement
Advertisement

‘প্রতিবন্ধি’! মেট্রোর গায়ে বানান সংশোধনের দাবি সর্বস্তরে

ভুল ধরিয়ে দেওয়ার জন্য ‘সংবাদ প্রতিদিন’কে ধন্যবাদ জানিয়েছেন মেট্রোর চিফ অপারেশন ম্যানেজার।

Passengers to change the wrong spelling in Kolkata Metro
Published by: Bishakha Pal
  • Posted:September 26, 2019 7:03 pm
  • Updated:September 26, 2019 7:03 pm  

সুব্রত বিশ্বাস: বাংলা ভাষার প্রতি কি অনাগ্রহ রেলের? এই অভিযোগই তুলছেন যাত্রীরা। সম্প্রতি আসানসোল স্টেশনের সব বোর্ড থেকে বাংলায় লেখা তুলে নেওয়া হয়। এর পরেই শুরু হয় বিতর্ক। আসানসোলের ডিআরএম একজন বাঙালি হওয়া সত্ত্বেও এই পরিস্থিতি নিয়ে সমালোচনার পর পরিস্থিতি বদলায়। এখন কলকাতার লাইফ লাইন মেট্রোর গায়ে বাংলায় লেখা ‘প্রতিবন্ধি’।

এসি রেকে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত সিটের উপরে এই ভুল বাংলা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কবি সুবোধ সরকার বলেন, “এটা আশ্চর্যের বিষয়। অনেক আগেই প্রতিবাদ শুরু হওয়া উচিত ছিল। এধরনের ভুল মেট্রোর মধ্যে থাকাটা খুবই আশ্চর্যের। শিক্ষিত, মধ্যবিত্ত শ্রেণির মানুষজনই মেট্রোর যাত্রী। এখনও পর্যন্ত প্রতিবাদ হয়নি এটা ভেবেই আশ্চর্য হচ্ছি। আমি প্রতিবাদ করছি, এমন ভুল যেন মেট্রোর গায়ে না থাকে।”

Advertisement

[ আরও পড়ুন: ‘দেউচা-পাঁচামি নিয়ে ভাঁওতা দিচ্ছেন মমতা’, অভিযোগ বিজেপি সাংসদের ]

মেট্রোর কর্মী সংগঠন এটাকে ভুল বলে মেনে নিয়েছে। মেট্রোর মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক শিশির মজুমদার বলেন, সংশোধন করার জন্য মেট্রো কর্তৃপক্ষকে বলা হবে। তবে মেট্রো প্রশাসন এটাকে ‘ভুল’ বলে ব্যক্ত করে সংশোধনের কথা জানিয়ে দেয়। মেট্রোর চিফ অপারেশন ম্যানেজার সাত্যকি নাথ বলেন, ‘সংবাদ প্রতিদিন’ ভুলটাকে পয়েন্ট আউট করার জন্য ধন্যবাদ। ভুল সংশোধন করার নির্দেশ দেওয়া হবে। যাত্রীদের কথায়, দৈনিক হাজার হাজার যাত্রী মেট্রো চড়েন। তাদের মধ্যে অসংখ্য ছোট পড়ুয়াও রয়েছে। যারা এই ভুল বানানটাই শিখবে। তাই অবিলম্বে ভুল সংশোধন করা হোক।

[ আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে বিস্ফোরণের হুমকি, কেন্দ্রকে চিঠি উদ্বিগ্ন রেজিস্ট্রারের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement