Advertisement
Advertisement

দুরন্ত এক্সপ্রেসে খাবার খেয়ে অসুস্থ একাধিক যাত্রীরা, বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে

খাবার মুখে দিতেই শুরু হয় বমি।

Passengers fall ill after eating food in  Duranta Express
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 9:18 am
  • Updated:July 1, 2018 9:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পর এবার দুরন্ত এক্সপ্রেস। ফের ট্রেনে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠল। শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসে রাতে খাবার খেয়ে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ। রেলের সাফাই, ট্রেনে সব যাত্রীকেই একই খাবার দেওয়া হয়েছিল। ওই কয়েকজন কেন অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হবে।

[কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে খাবারের প্যাকেটে দুর্গন্ধ, রাতভর অভুক্ত থাকলেন যাত্রীরা]

Advertisement

পুরী বেড়াতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার স্বরূপগরের ২৩ জন বাসিন্দা। শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের ফিরছিলেন তাঁরা। যাত্রীদের দাবি, রাতে রেলের ক্যান্টিন থেকেই খাবারের অর্ডার দিয়েছিলেন। যথাসময়ে খাবারও দেওয়া হয়। প্রথমে কিছু বুঝতে পারেননি তাঁরা। কিন্তু রেলের ক্যান্টিনের খাবার খাওয়ার পর বিপত্তি ঘটে। শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের ওই ২৩ জন যাত্রীদের অভিযোগ, রাতের খাবার খাওয়ার পর তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে শিশুও ছিল। সকলেরই বমি-সহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। কোনওমতে ট্রেনে রাতটা কাটিয়ে দেন যাত্রীরা। পুরী থেকে দুরন্ত এক্সপ্রেসে শিয়ালদহ পৌঁছতেই খাবার মান নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যাত্রীদের অভিযোগ, রাতে রেলের ক্যান্টিন থেকে যে খাবার দেওয়া হয়েছিল, তা ভাল ছিল না। সেকারণে অসুস্থ হয়ে পড়েছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষের দাবি, শুধু ওই ২৩ জনই নয়, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসে অনেক যাত্রী রাতে রেলের ক্যান্টিন থেকে খাবার খেয়েছেন। কিন্তু, আর কেউ অসুস্থ হননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

দিন কয়েক আগে হাওড়াগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পচা খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। রাতভর অভুক্ত থাকতে হয়েছিল যাত্রীদের। ঘটনার প্রতিবাদে বোলপুর স্টেশনে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। যাত্রীদের অভিযোগ, রেলের দেওয়া খাবারের প্যাকেট খোলার পরই দুর্গন্ধ বেরতে থাকে। খাবার মুখে তুলতে পারেননি তাঁরা। তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

[আলো-সুর-মূর্তিতে ফুটে উঠবে বাংলার বিপ্লব, শুরু মহাজাতি সদনের নয়া অধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement