সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে শালিমার স্টেশনে যাত্রী বিক্ষোভ। ব্যাহত রেল পরিষেবা। শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল হওয়ার খবরে লাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। পরে জানা যায়, বেলা ১টা ৪৫ নাগাদ ট্রেনটি ছাড়বে।
যাত্রী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস শালিমার স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই মতো প্ল্যাটফর্মে আসতে থাকেন যাত্রীরা। অপেক্ষমান যাত্রীদের অভিযোগ, সাড়ে ৯টা নাগাদ হঠাৎ তাঁরা জানতে পারেন ট্রেনটি বাতিল করা হয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল লাইনে বসে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল পুলিশের আধিকারিকেরা। যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তবে যাত্রীদের দাবি, ওই ট্রেনটি স্টেশনে ঢোকার পরই লাইন থেকে উঠবেন তাঁরা।
পুলিশের আধিকারিকদের সামনে পেয়ে নাজেহাল যাত্রীদের আরও অভিযোগ, ট্রেন বাতিলের খবর শুনে তাঁরা স্টেশন ম্যানেজারের ঘরে গেলে সেখানে কেউ ছিলেন না। পরে জানা যায়, ৯ তারিখ থেকে ট্রেনটি বাতিল রয়েছে। যাত্রী একাংশের অভিযোগ, ট্রেন বাতিল থাকলে সোমবার তৎকালীন টিকিট কেন দেওয়া হয়েছে? ভুক্তভোগী এক যাত্রী জানান, “রাত থেকে আমরা অপেক্ষা করছি। তার মধ্যে এই অবস্থা। রেলের তরফে কোনও আধিকারিক আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। বলা হচ্ছে, ১টা ৪৫ মিনিটে ট্রেন ছাড়বে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.