Advertisement
Advertisement
দুর্ঘটনা

বাসের জানলার বাইরে হাত, দুর্ঘটনায় অঙ্গ কাটা গেল যাত্রীর

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি তিনি।

Passenger loses his hand in an accident at Tollygung
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 25, 2019 11:32 am
  • Updated:July 25, 2019 11:41 am  

অর্ণব আইচ:  বাসে জানলার বাইরে হাত রেখে বসেছিলেন এক যাত্রী। শেষপর্যন্ত হাতটিই খোয়াতে হল তাঁকে। বৃহস্পতিবার সাতসকালে দুর্ঘটনা ঘটল টালিগঞ্জের করুণাময়ীর কাছে। গুরুতর আহত অবস্থায় ওই যাত্রী ভরতি হাসপাতালে।

[আরও পড়ুন: দুর্ঘটনা রুখতে পার্ক স্ট্রিট স্টেশনে আয়না বসাল মেট্রো কর্তৃপক্ষ]

আহত যাত্রীর নাম উৎপল কর্মকার। বাড়ি হরিদেবপুরে। বৃহস্পতিবার সকালে হাওড়াগামী একটি সরকারি বাসে উঠেছিলেন উত্তমবাবু। গন্তব্য ছিল টালিগঞ্জ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের বাঁ দিকে বসেছিলেন তিনি।  বাঁ হাতটি ছিল জানলার বাইরে। করুণাময়ীর কাছে একটি নিমীর্য়মাণ বাড়িতে দেওয়ালে হাতটি ঘষে যায়। ঘর্ষণের তীব্রতা এতটাই ছিল, যে প্রায় সঙ্গে সঙ্গে কনুই থেকে হাতের  অংশটি কেটে রাস্তায় পড়ে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে কার্যত অজ্ঞান হয়ে যান উত্তম কর্মকার। এদিকে এই ঘটনার পর বাসের অন্য যাত্রীরা চিৎকার করতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক বুঝে বাসটি থামিয়ে পালিয়ে যান চালক। খবর পেয়ে টালিগঞ্জের করুণাময়ীতে পৌঁছায় ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের পুলিশ। গুরুতর আহত অবস্থায় বাসের ওই যাত্রীটিকে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন উত্তম কর্মকার। তবে তাঁর হাতটি আর জোড়া লাগানো সম্ভব নয়।

Advertisement

প্রসঙ্গত, দিন পনেরো আগেই মেট্রোর দরজায় হাত আটকে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক যাত্রী। শেষপর্যন্ত থার্ড লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান বছর ষাটেকের সজল কাঞ্জিলাল। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল শহরে। আর এবার বাসে দুর্ঘটনায় হাত খোয়ালেন এক যাত্রী। তবে এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়, এর আগেও স্রেফ অসতর্কতার কারণে বাসে যাত্রীর হাত বাদ যাওয়ার ঘটনা ঘটেছে।

[আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, কলকাতায় তীব্র যানজটের আশঙ্কা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement